আজকাল সকল বাবা মা চায় তাদের সন্তান অনেক বড় হোক নাম করুক। এই কারণে পড়াশোনার পাশাপাশি আরো নানান শিক্ষা নিজেদের সন্তানদের দিতে চায় সকল বাবা মায়েরা। কেউ গান তো কেউ নাচ তো কেউ আবার আঁকা,আবৃত্তি ইত্যাদি। ছোট বেলা থেকেই পড়াশোনার পাশাপাশি এই বিষয়গুলিতেও পারদর্শী করে তুলতে সচেষ্ট প্রায় সকলেই।
আসলে প্রত্যেকের মধ্যেই কিছু স্পেশাল আছে, নিজস্ব কিছু প্রতিভা রয়েছে। সময়ের সাথে সাথে সেই প্রতিভা খুঁজে পাওয়াটাই হল সবচাইতে গুরুত্বপূর্ণ। তাছাড়া বর্তমানে ইন্টারনেট আর স্মার্টফোনের যুগে প্রতিভা থাকলে সেটা প্রকাশ করা আগের থেকে অনেক সহজ হয়ে পড়েছে। হাতের সামনে থাকা স্মার্টফোন দিয়েই মুহূর্তে ক্যামেরাবন্দি করে নেওয়া যায় ছবি ও ভিডিও।
এরপর সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেই তা পৌঁছে যায় হাজারো লাখো মানুষের কাছে। যেখানে মানুষের কাছে নিজের প্রতিভা পৌঁছাতে অনেক কাঠখড় পোড়াতে হত, সেখানে মুহূর্তেই লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এধরণের বহু প্রতিভাধারী খুদেদের ভিডিও ভাইরাল (Viral Video) হয়ে পড়ে।
সম্প্রতি একটি ছোট্ট মেয়ের গানের ভিডিও ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে প্রজ্ঞা মেধা সরকার নামের এক পুচকি মেয়ে দুর্দান্ত হিন্দি গান গেয়ে শুনিয়েছে সকলকে। ভিডিওতে তারা রাম পাম পাম গানটি করতে শোনা যাচ্ছে তাকে। পুচকি মেয়ের গলায় মিষ্টি গান রীতিমত মন কেড়ে নিয়েছে দর্শকদের।
ভিডিওটি ইতিমধ্যেই ৩ কোটি ২০ লক্ষেরও বেশি মানুষে দেখেছেন। প্রত্যেকেই প্রজ্ঞার গানটি শুনে একেবারে মুগ্ধ। যেমন মিষ্টি গলা তেমনি সুন্দর গান গাওয়ার ভঙ্গিমা। ভিডিও দেখে অনেকেই ছোট্ট প্রজ্ঞাকে আশীর্বাদ করেছেন সে অনেক বড় হবে অনেক নাম করবে। আর গানের প্রশংসার মন্তব্যে রীতিমত ঝড় উঠেছে।