কয়েকদিন সংবাদের শিরোনামে বারংবার উঠে আসছে একটাই নাম নুসরত জাহান (Nusrat Jahan) । তার ব্যক্তিগত জীবন এবং বৈবাহিক সম্পর্ক নিয়ে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছেনা তার। এদিন নুসরত বিবৃতি দিয়ে জানান, “নিখিলের সাথে তিনি কেবল সহবাস করেছেন, তাদের কোনোরকম বিয়েই হয়নি”। এহেন মন্তব্যের পরেই ফের নাড়াঘাঁটা শুরু হয় অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে।
শোনা যাচ্ছে, নুসরত নাকি মা হতে চলেছেন। তবে, যা রটে তার যে কিছুটা ঘটেও তার প্রমাণ অভিনেত্রী নিজেই। গত কয়েকমাস যাবত তার আর যশ দাশগুপ্তর সম্পর্কে নিয়ে যে গুঞ্জন চলছিল তাতে শিলমোহর দিয়েছেন অভিনেত্রী নিজেই। তিনি জানিয়েছেন, যশের সাথে ডেট করছেন তিনি।
জাতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, গত মাসেই নাকি এই সুখবর পেয়েছেন নুসরত। এদিকে নুসরতের স্বামী নিখিল জানিয়েছেন গত কয়েকমাস কোনো সম্পর্ক নেই তাদের। তাই কার্যতই এ সন্তান যে নিখিলের নয় সেকথাও স্পষ্ট জানিয়েছেন নুসরত পতি।
অনেকদিন ধরেই একটি জনপ্রিয় গর্ভনিরোধক পিলের বিজ্ঞাপন করেন নুসরত। কিন্তু তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর তার এই বিজ্ঞাপন দেখেই ক্ষেপে উঠেছেন নেটবাসী। এদিন, পিলের বিজ্ঞাপন শেয়ার করতেই নানাবিধ আক্রমণের মুখে পড়লেন অভিনেত্রী। কুরুচিপূর্ণ মন্তব্যে ভরে গেল তার কমেন্টবক্স।
কেউ লিখলেন, ‘সুবিধা নিয়েও অসুবিধা হয়ে গেল’। আবার আরেকজনের বক্তব্য নুসরত এটা নিলে তাঁকে আর আজকের দিন দেখতে হত না। আবার অনেকেই মনে করছেন তার এই বাচ্চা যশের। যেহেতু যশ বিজেপির সমর্থক আর নুসরত তৃণমূলের সমর্থক তাই অনেকেই অভিনেত্রীর ভাবী সন্তানের নাম দিয়েছেন ‘বিজেমূল’।