বিগত কিছুদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে এক অব্দুত ঘটনা দেখানো হয়েছে। কি সেই কান্ড? গত ১লা মে থেকে ১৮ বছরের উর্ধে সমস্ত ব্যক্তিরাই ভ্যাকসিন নিতে পারবেন ঘোষণা হয়েছে। কিন্তু এই ভ্যাকসিন নেওয়ার পর অনেকের শরীরেই দেখা দিয়েছে নানান উপসর্গ। এমনকি কিছু ব্যক্তিদের শরীর দ্বিতীয় ডোজের পর নাকি চুম্বকে পরিণত হয়ে যাচ্ছে। তাদের গায়ে আটকে যাচ্ছে থালা বাতি চামচ সমস্ত কিছুই।
সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমের পাতায় এই ঘটনা দেখে হতবাক হয়ে গিয়েছে গোটা দেশ। এমনটা কি করে সম্ভব! আসলে পুরোটাই ভাওতাবাজি। যে ঘটনাটা দেখে চক্ষু চড়ক গাছ হবার জোগাড় সাধারণ মানুষের সেটার বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলেন এক ব্যক্তি। পাশাপাশি ভিডিও করে দেখিয়ে দিলেন যে এই ধারণা সম্পূর্ণভাবে ভুল।
ভিডিওটি ওই ব্যক্তি নিজে ও তার খালি গায়ে হাজির হয়ে কিভাবে গায়ের মধ্যে চামচ ও কয়েন আটকে যাচ্ছে সেটা দেখিয়েছেন। চামচ বা হাতার পিছনের অংশ শরীরের চামড়ার সাথে পৃষ্ঠ টানের কারণে আটকে থাকে। এটাই হল কয়েক বা চামচ শরীরে আটকে যাবার বৈজ্ঞানিক ব্যাখ্যা। শুধু তাই নয়, ভারী ওজনের কোনো বস্তু যেমন সাঁড়াশি যে আটকাবে না তাও দেখিয়েছেন ওই ব্যক্তি।
ভিডিওটি শেয়ার হবার পর থেকে ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে। আসলে অনেকেই এই ঘটনাগুলিকে সত্যি ভেবে বসেছিলেন। কিন্তু এটা যে সামান্য একটা বিষয় চাইলে যে কেউই এই ধরণের কেরামতি করে দেখতে পারে সেটা বুঝতে পারছিলেন না অনেকেই। তাই সাধারণ মানুষের ভ্রান্ত ধারণে দূর করতেই এই ভিডিওটি তৈরী করেছেন এই ব্যক্তি। ভিডিওটি দেখে অনেকেই তার এই কাজের প্রশংসা করেছেন সাথে ধন্যবাদ জানিয়েছেন সকলের সামনে সত্য তুলে ধরার জন্য।
প্রসঙ্গত, অরবিন্দ সোনার নামের এক ৭১ বছরের ব্যক্তির ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেবার পর চুম্বকীয় ক্ষমতার আবির্ভাবের ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছিল চারিদিকে। তিনি প্রথম টিকা নিয়েছিলেন মার্চ মাসে, এরপর জুনের ২ তারিখে দ্বিতীয়বার টিকা নেবার পরেই নাকি তার চুম্বকীয় ক্ষমতার সৃষ্টি হয়। তবে ডাক্তারের প্রথমেই এই ঘটনায় সন্দেহ প্রকাশ করেছিলেন।