বলিউড টলিউডের পাশাপাশি দিনে দিনে ব্যাপক চাহিদা বেড়েছে ওটিটি প্লাটফর্মগুলির। বাঙালিদের কাছে বিশেষত ‘হইচই (Hoichoi)’ নামের ওটিটি প্লাটফর্মটি বেশ জনপ্রিয়। প্লাটফর্মের একাধিক ওয়েব সিরিজ ব্যাপক জনপ্রিয় হয়েছে। জনপ্রিয় হওয়া এই সমস্ত ওয়েব সিরিজের বেশিরভাগই যৌন আবেদনে ভরপুর। সম্প্রতি আবারো একটি ওয়েব সিরিজ আসছে যার নাম মৌচাক। ওয়েব সিরিজে সেক্সী মৌ বৌদির চরিত্রে অভিনয় করছেন মনামী ঘোষ।
যৌন আবেদনে ভরপুর ওয়েব সিরিজ এই প্রথম নয়। এর আগেও ‘দুপুর ঠাকুরপো’ নামের ওয়েব সিরিজ ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। সেখানে একত্রে ‘উমা বৌদি’ ‘ঝুমা বৌদি’ ব্যাপক জনপ্রিয় হয়েছিল। উমা বৌদির চরিত্রে ছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী ও ঝুমা বৌদির চরিত্রে ছিলেন মোনালিসা। তবে এবার বৌদি রূপে নতুন অবতারে হাজির হয়েছেন মৌচাকের মৌ বৌদি।
নতুন ওয়েব সিরিজ ‘মৌচাক’ এর ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে রীতিমত চর্চার বিষয় হয়ে পড়েছে সিরিজের মৌ বৌদি। ট্রেলারে দেখা যাচ্ছে মৌ বৌদিকে ঘরে তালা বন্ধি করে রাখে তার স্বামী। আর ঘরের জানলা থেকেই পাড়ার ছেলেদের ডেকে পাগল করে দিচ্ছেন মৌ বৌদি। তাকে পাবার জন্যই পাগল একাধিক পুরুষেরা। কিন্তু এর সাথে রয়েছে রহস্যের গন্ধও।
সম্প্রতি মৌ বৌদি থুড়ি মনামী নিজের সোশ্যাল মিডিয়াতে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে মৌ বৌদি রূপে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। ঘরের তালা হাতে নিয়ে সেক্সী পোজে দাঁড়িয়ে ছবি শেয়ার দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘এই তালার চাবি কার কার কাছে?!’ ছবিটি শেয়ার হবার পর থেকে ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ভাইরাল ছবিতে রীতিমত কমেন্টের ঝড় উঠেছে।
ছবির কমেন্ট বক্সে কিছু নেটিজেন ছবির প্রশংসায় মেতেছে তো কিছুজনের মতে তাদের কাছেই আছে চাবি। তবে ছবি শেয়ার করে নেটিজেনদের ব্যাপক কটাক্ষের সম্মুখীন হয়েছেন অভিনেত্রী। এক নেটিজেনদের মতে, ‘শাড়ী পড়ার জন্য একটি মাংস, চর্বি এককথায় ভুঁড়িও দরকার আছে। আগে অনেক সুন্দর লাগত এখন দিন দিন শুকনো লঙ্কার মত হয়ে যাচ্ছো’।
আবার কারোর মতে কারোর মতে, ‘আপনার কোমরের থেকে আমার গলায় ও চর্বি বেশি’। এছাড়াও কিছু নেটিজেন এই ধরণের যৌন আবেদনে ভরা ওয়েব সিরিজের চরম বিরোধিতা করেছেন। এক নেটিজেনদের মতে, ‘উঠতি বয়সের ছেলেমেয়েদের মাথায় যৌনতার বিষ মাথায় দেওয়ার জন্য এইসব ওয়েভ সিরিজ গুলোই যথেষ্ট। আবার চান ধর্ষন কম হোক’! বোঝাই যাচ্ছে ছবি শেয়ার করে বেশ কটাক্ষের মুখেই পড়েছেন মনামী।