• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডের সবচেয়ে ‘রোমান্টিক জুটি’ হলেও, বাস্তবে শাহরুখ কাজল দুজন দুজনকে সহ্য করতে পারতেন না

শাহরুখ খান,কাজল,বলিউড,বাজিগর,Shah Rukh Khan,kajol,bollywood,Bollywood gossip,romance

বলিউডের প্রথম সারির অভিজেতা শাহরুখ খানকে গোটা বিশ্বই কিং খান বলে চেনে। দেশ-বিদেশে ছড়িয়ে তার জনপ্রিয়তা। আর শাহরুখ মানেই একসময় যার নাম উঠে আসতো তিনি হলেন কাজল। বলিউডে শাহরুখ কাজলের জুটি আজও সবচেয়ে রোমান্টিক জুটি হিসাবে বিবেচনা করা হয়।আর এই জুটিরই সবচেয়ে বিখ্যাত ও রোমান্টিক ছবি হ’ল ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’।

তাদের জুটির প্রথম সিনেমা ছিল ‘বাজিগর’। এই ছবি মুক্তির পর থেকেই অসম্ভব জনপ্রিয় হয়ে ওঠে শাহরুখ-কাজল জুটি। তারপর থেকেই লাগাতার হিট সিনেমা উপহার দিয়ে গিয়েছেন শাহরুখ-কাজল।

শাহরুখ খান,কাজল,বলিউড,বাজিগর,Shah Rukh Khan,kajol,bollywood,Bollywood gossip,romance

রিল লাইফের মতো বাস্তবেও দুর্দান্ত বন্ধুত্ব তারা। যেকোনো টকশো বা সাক্ষাৎকারে দুজন একসঙ্গে উপস্থিত হলেই দর্শকদের মন ভালো হয়ে যেত। কিন্তু প্রথম সাক্ষাতে মোটেই একে অপরকে পছন্দ হয়নি তাদের।

সাক্ষাৎকারে কাজলকে জিজ্ঞেস করা হয়, শাহরুখের সাথে তার আলাপ কিভাবে হয়েছিল? কাজল বলেন, তাদের প্রথম আলাপ হয় বাজিগরের সেটে। বছরের প্রথম দিন অর্থাৎ ১লা জানুয়ারি তাদের প্রথম দেখা হয়। ছবির সেট সেদিন খুবই চুপচাপ ছিল কারণ ছবির প্রধান ক্যামেরাম্যান অনুপস্থিত ছিলেন।

শাহরুখ খান,কাজল,বলিউড,বাজিগর,Shah Rukh Khan,kajol,bollywood,Bollywood gossip,romance

অন্যদিকে কাজলেরও প্রথম দেখায় একদমই পছন্দ হয়নি শাহরুখকে। কাজল বলেন, প্রথমদিন ছবির সেটে গিয়ে দেখেন শাহরুখ চিত্রনাট্য পড়ছে। তিনি আলাপ করতে গেলে খুব গম্ভীরভাবে দু একটার বেশি কথা বলেননি শাহরুখ। এই ঘটনায় শাহরুখকে খুবই নাকউঁচু বলে মনে হয়েছিল কাজলের। প্রথমবার কাজলের গলা শুনে শাহরুখের মনে হয়েছিল, তাঁর গলা ময়ূরের থেকেও কর্কশ। এই ঘটনাটিও শেয়ার করেছেন তাঁরা ওই সাক্ষাৎকারে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥