• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খেলাঘর ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীরা বাস্তব জীবনে কেমন! রইল তাদের আসল পরিচয়

আজকাল বাংলা ধারাবাহিকের সুবাদে অনেক নতুন মুখই সুযোগ পায় টিভির পর্দায় আসার। সেরকমই ‘স্টারজলসা’ (Star Jalsha) এর ধারাবাহিক ‘খেলাঘর’ (Khela ghor)এর অভিনেতা অভিনেত্রীরাও খুব অল্প দিনেই দারুণ সাফল্য এনে দিয়েছে। গত বছরের নভেম্বরে শুরু হয়ে মাত্র ৫ মাসেই দর্শকের মন জয় করে নিয়েছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল ধারাবাহিকের গল্প।

গল্পের নায়ক সান্টু সাধারণ নিম্ন বিত্ত পরিবারের ছেলে, স্বভাবে বদমেজাজি রাগী, কিন্তু মেধাবী। অর্থ না থাকলেও তার এবং তার পরিবারের যেটা রয়েছে সেটা হল আত্মসম্মান। অন্যদিকে পূর্ণা বড়লোক বাবার সুন্দরী মেয়ে। কিন্তু এই গল্পে শান্টু পূর্ণার প্রেমকাহিনী যেন সমাজের বাধাধরা আর্থ সামাজিক অবস্থার বিরুদ্ধে এক সোচ্চার। সমাজ বদলের ডাক।

   

১. পূর্ণার বড় পিসি

খেলাঘর,খেলাঘরের অভিনেতা অভিনেত্রীদের আসল পরিচয়,শান্টু,পূর্ণা,khelaghor actor actress,swikriti majumder,dolon roy

খেলাঘর ধারাবাহিকে পূর্ণার বড় পিসির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তাপসী রায় চৌধুরী। বেশ অনেক বছর ইন্ডাস্ট্রিতে আছেন তিনি। তার বয়স প্রায় ৬২ বছর।

২. পূর্ণার বৌদি

খেলাঘর,খেলাঘরের অভিনেতা অভিনেত্রীদের আসল পরিচয়,শান্টু,পূর্ণা,khelaghor actor actress,swikriti majumder,dolon roy

খেলাঘর ধারাবাহিকে পূর্ণার বৌদির চরিত্রে অভিনয় করছেন মেঘনা হালদার তার আসল বয়স ৩৩ বছর।

৩. শান্টুর বড়দা

খেলাঘর,খেলাঘরের অভিনেতা অভিনেত্রীদের আসল পরিচয়,শান্টু,পূর্ণা,khelaghor actor actress,swikriti majumder,dolon roy

শান্টুর বড়দার চরিত্রে অভিনয় করছেন জয়ন্ত দত্ত বর্মন। তার বয়স ৫২ বছর।

৪. শান্টুর বড় বৌদি 

খেলাঘর,খেলাঘরের অভিনেতা অভিনেত্রীদের আসল পরিচয়,শান্টু,পূর্ণা,khelaghor actor actress,swikriti majumder,dolon roy

খেলাঘর ধারাবাহিকে শান্টুর বড় বৌদি বা সাথীর আসল নাম বুলবুলি পাঁজা, তার বয়স ৩২ বছর।

৫. পূর্ণার বাবা বরুণ চ্যাটার্জি

খেলাঘর,খেলাঘরের অভিনেতা অভিনেত্রীদের আসল পরিচয়,শান্টু,পূর্ণা,khelaghor actor actress,swikriti majumder,dolon roy

ধারাবাহিকে নায়ক নায়িকার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হল বরুণ চ্যাটার্জি। তার আসল নাম সোহম ব্যানার্জি, এবং তার বয়স ৫৮ বছর।

৬. পূর্ণার মা

খেলাঘর,খেলাঘরের অভিনেতা অভিনেত্রীদের আসল পরিচয়,শান্টু,পূর্ণা,khelaghor actor actress,swikriti majumder,dolon roy

ধারাবাহিকে পূর্ণার মায়ের চরিত্রে অভিনয় করেন দোলন রায়, তার বয়স ৫০ বছর।

৭. শান্টু

খেলাঘর,খেলাঘরের অভিনেতা অভিনেত্রীদের আসল পরিচয়,শান্টু,পূর্ণা,khelaghor actor actress,swikriti majumder,dolon roy

টেলি পাড়াতে অনেকেই তাঁকে বলেন ‘হৃতিক’। আর প্রত্যেকবার সেটা শুনে একটু লজ্জা পান, আবার মনে মনে একটু খুশিও হন। তবে এই প্রথম নয়, এমনটা শুনে আসছেন তিনি সেই স্কুল জীবন থেকে। খেলাঘর ধারাবাহিকে শান্টুর চরিত্রে অভিনয় করছেন সৈয়দ আরেফিন, তার বর্তমান বয়স ৩২ বছর।

৮. পূর্ণা

খেলাঘর,খেলাঘরের অভিনেতা অভিনেত্রীদের আসল পরিচয়,শান্টু,পূর্ণা,khelaghor actor actress,swikriti majumder,dolon roy

এই ধারাবাহিকে অভিনয় করছেন থিয়েটার তথা টলিউড জগতের তাবড়-তাবড় অভিনেতা অভিনেত্রীরা৷ ঠিক তেমনই নতুন মুখ ‘পূর্ণা’ ও কিন্তু অভিজ্ঞ অভিনেতা অভিনেত্রীদের সাথেই পর্দা ভাগ করে নিজের অভিনয়ের দক্ষতায় সকলকে তাক লাগিয়ে দিয়েছে। ‘খেলাঘর’ ধারাবাহিকে পূর্ণা চরিত্রে অভিনয়ের মধ্য দিয়েই টেলি দুনিয়ায় পা রেখেছেন স্বীকৃতি মজুমদার (Swikriti Majumder)।

 

site