• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিরিয়ালের প্রেম বদলে গেল বাস্তবে! রাজা-মাম্পির বিয়ের ছবি ভাইরাল নেটপাড়ায়

‘দেশের মাটি (Desher Mati)’ সিরিয়ালের অন্যতম জনপ্রিয় জুটি রাজা-মাম্পি (Raja-Mampi)। রাজার চরিত্রে আছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায় (Rahul Arunaday Bandhopdhyay) ও মাম্পির চরিত্রে আছেন অভিনেত্রী রুকমা রায় (Rukma Roy)। সিরিয়ালের জুটিকে এতটাই পছন্দ হয়েছে দর্শকের যে বাস্তবেও রাজা-মাম্পি চরিত্র এক হোক এটাই কামনা করেন বহু দর্শকেরা। এবার দর্শকদের সেই ইচ্ছা পূরণের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। ভাইরাল হওয়া ছবিতে বিয়ের পিঁড়িতে দেখতে পাওয়া যাচ্ছে রাহুল রুকমাকে।

ছবিটি শেয়ার হবার পর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।  এখন প্রশ্ন হল ভাইরাল এই ছবিটির সত্যতা কতটা! কারণ দুজনের সম্পর্ক নিয়ে এর আগে থেকেই চলছে নানান গুঞ্জন। তবে রাহুল ও রুকমা শুধু মাত্র ভালো বন্ধু। এর বেশি কিছুই নয় এমনটাই মন্তব্য করেছেন। সুতরাং দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরী হয়নি। তাহলে হটাৎ করে বিয়ের ছবি ভাইরাল হয় কি করে?

   

রাহুল রুকমা Rahul Ruqma রাজা মাম্পি Raja Mampi

এর উত্তর হল  আসলে পুরোটাই অভিনেতা অভিনেত্রীর ফ্যান পেজের তরফে করা হয়েছে। ছবিটি সম্পূর্ণ এডিটেড ছবি। ইনস্টাগ্রামের ফ্যানপেজের তরফে শেয়ার করা ছবিটির ক্যাপশনে লেখায় আছে যে ছবিটি এডিট করা। ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা রয়েছে, ‘ কেস দেবেন না প্লিজ! ওদের কেউ বিয়ে দিচ্ছে না দেখে আমিই ওদের বিয়েটা দিয়ে দিলাম। ওদের দুজনকে এই সাজে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েছি। এই দিনটার অপেক্ষাতেই বসে আছি’।

ছবিটি ভাইরাল হবার পর অনেকেই কমেন্ট বক্সে একই কথা লিখেছেন। নেটিজেনদের মতে উফফ! কবে যে এটা দেখতে পাবো, সেই অপেক্ষাতেই বসে আছি। অর্থাৎ বোঝাই যাচ্ছে সিরিয়ালের রাজা-মাম্পি জুটি কতটা মন জয় করেছে দর্শকদের।

প্রসঙ্গত, রাজা-মাম্পি কিন্তু ভালো বন্ধু মাত্র। সিরিয়ালের অভিনয়ের সূত্রে দুজনের কেমিস্ট্রি দারুণ পছন্দ হয়েছে দর্শকদের তাই রাহুল ও রুকমাকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে ঘরেই রয়েছেন রাহুল, চিকিৎসা চলছে ডাক্তারের পরামর্শ মত। আশা করা যায় শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন তিনি।

site