টলিপাড়ার (Tollywood) প্রথম সারির তারকাদের মধ্যে প্রথমের দিকেই থাকে শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee) -এর নাম। কিন্তু তাকে নিয়ে বিতর্কেরও শেষ নেই। তার কটা বিয়ে, কটা সম্পর্ক, কদিন টিকল এই নিয়ে লেগেই থাকে জল্পনা।
তার অভিনয়ের থেকেও বেশি চর্চিত তার পারিবারিক জীবন। কয়েক মাস যাবত রোশন সিং (Roshan Singh)-এর সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক নিয়ে চলছে যথেচ্ছ জলঘোলা৷ বছর ঘুরতে চলল আলাদাই থাকছেন তারা। দুজনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেই রাতারাতি উড়ে যায় একসাথে দুজনের ছবি।
তারপর থেকেই নিজেদের ইন্সটা হ্যান্ডেলে একে অপরের প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে লাগাতার পোস্ট করে গিয়েছেন শ্রাবন্তী রোশন৷ কয়েকদিন ধামাচাপা পড়ে রইলেও ফের চর্চায় উঠে এসেছে রোশন শ্রাবন্তীর সম্পর্ক।
আর এরমাঝেই সকলকে অবাক করে দিয়ে নব বধূর সাজে ধরা দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। পরনে লাল শাড়ি, দুহাত রাঙা আলতায়, হাতে শাঁখা পলা, সিঁথিতে সিঁদূর আর মাথায় মুকূট পরে ক্যামেরায় ধরা দিয়েছেন শ্রাবন্তী। আর তার ছবি প্রকাশ্যে আসা মাত্রেই শুরু হয়েছে জল্পনা।
তবে পোস্টটি একটু ভালো করে খেয়াল করলেই দেখা যাচ্ছে, সম্প্রতি তিনি একটি ফটোশ্যুট করেছেন এগুলো তারই ছবি। ক্যাপশনে স্পষ্ট অভিনেত্রী বুঝিয়ে দিয়েছেন তার এই লুকের পিছনের কলাকুশলী কারা, যা থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে এখানে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। তবে অনেকদিন পর অভিনেত্রীর অনুরাগীরা তাকে এই অবতারে দেখেও বেজায় খুশি হয়েছেন।