• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সীতার ভূমিকায় করিনা কাপুর খান! এই চরিত্রের জন্য বিরাট অঙ্কের টাকা দর হাঁকিয়েছেন বেবো

সীতা,করিনা কাপুর,দীপিকা পাড়ুকোন,আদিপুরুষ,বলিউড,Sita,Kareena Kapoor Khan,Deepika Padukone,Bollywood,Ramayana

পূরাণের গল্প নিয়ে টলিউড কিংবা বলিউডে (Bollywood) এ এর আগেও বহু কাজ হয়েছে। টেলিভিশন ধারাবাহিকেও ফুটে উঠেছে রামায়ণ, মহাভারত, শ্রীকৃষ্ণের কাহিনি। এবার পরিচালক অলৌকিক দেশাই-এর হাত ধরে রামায়ণের (Ramayana) কাহিনি ফিরছে বলিউডে। আর বলি সূত্রে খবর, এই ছবিতে সীতার (Sita) ভূমিকায় অভিনয় করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে অভিনেত্রী করিনা কাপুর খানকে (Kareena Kapoor Khan) ।

কিন্তু সূত্রের খবর, এই চরিত্রে অভিনয়ের জন্য বিরাট অঙ্কের টাকা পারিশ্রমিক হাঁকিয়েছেন অভিনেত্রী। জানা যাচ্ছে, সীতার ভূমিকায় অভিনয়ের জন্য ১২ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন করিনা৷ এই টাকা দিতে পরিচালক রাজী হলে এটিই করিনার সর্বাধিক পারিশ্রমিক হতে চলেছে বলে মনে করা হচ্ছে। কেননা, এর আগে বেবো ছবি পিছু ৬-৮ কোটি টাকা নিতেন।

সীতা,করিনা কাপুর,দীপিকা পাড়ুকোন,আদিপুরুষ,বলিউড,Sita,Kareena Kapoor Khan,Deepika Padukone,Bollywood,Ramayana

প্রসঙ্গত, অলৌকিক দেশাই-র এই ছবির নাম রাখা হয়েছে ‘সীতা’। ছবির গল্প লিখছেন বাহুবলীর চিত্রনাট্যকার কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। এই ছবিতে ‘সীতা’র চরিত্রে দীপিকা পাড়ুকোনের নাম-ও উঠে এসেছে। তিনিও বলিউডের হায়েস্ট পেয়েড অভিনেত্রীদের মধ্যে অন্যতম। তার পারিশ্রমিক ছবি পিছু ১৩ কোটি টাকা।তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এদিকে অনেকেই মনে করছেন সীতার চরিত্রে করিনাকে মোটেই মানাবেনা।

সীতা,করিনা কাপুর,দীপিকা পাড়ুকোন,আদিপুরুষ,বলিউড,Sita,Kareena Kapoor Khan,Deepika Padukone,Bollywood,Ramayana

প্রসঙ্গত,বলিউডের আসন্ন আরেকটি ছবি আদিপুরুষ’ (Adipurush) নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল জল্পনা। এই ছবির মধ্যে দিয়ে ফুটে উঠবে রামায়ণের কাহিনি। ছবিতে রামচন্দ্রের চরিত্রে অভিনয় করবেন প্রভাস । অন্যদিকে কৃতী স্যানন অভিনয় করবেন সীতার চরিত্রে এবং সইফ আলি খানকে দেখা যাবে রাবণের ভূমিকায়। সম্প্রতি, আদিপুরুষ ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়েই সইফ বলেছিলেন, এই ছবিতে দেখানো হবে সীতাহরণ অন্যায় নয়, এই হরণকে দেখানো হবে ন্যায়ের দৃষ্টিতে। ফুটে উঠবে রাবণের মানবিক দিক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥