• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘পুরুষ বিতর্ক’ পিছু ছাড়ছেনা! পার্কস্ট্রীট ধর্ষণ কান্ডের আসামীকে পালাতে সাহায্য করেছিলেন নুসরত

কয়েকদিন সংবাদের শিরোনামে বারংবার উঠে আসছে একটাই নাম নুসরত জাহান (Nusrat Jahan) । তার ব্যক্তিগত জীবন এবং বৈবাহিক সম্পর্ক নিয়ে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছেনা তার। এদিন নুসরত বিবৃতি দিয়ে জানান, “নিখিলের সাথে তিনি কেবল সহবাস করেছেন, তাদের কোনোরকম বিয়েই হয়নি”। এহেন মন্তব্যের পরেই ফের নাড়াঘাঁটা শুরু হয় অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে।

শোনা যাচ্ছে, নুসরত নাকি মা হতে চলেছেন। তবে, যা রটে তার যে কিছুটা ঘটেও তার প্রমাণ অভিনেত্রী নিজেই। গত কয়েকমাস যাবত তার আর যশ দাশগুপ্তর সম্পর্কে নিয়ে যে গুঞ্জন চলছিল তাতে শিলমোহর দিয়েছেন অভিনেত্রী নিজেই। তিনি জানিয়েছেন, যশের সাথে ডেট করছেন তিনি।

   

নুসরত জাহান,টলিউড,বিয়ে,সহবাস,গ্র‍্যাজুয়েট,live in,marriage,weeding,যশ,নিখিল জৈন এর বিবৃতি,বিবৃতি,মা,নিখিল জৈন,Nikhil jain,Nusrat Jahan,Tollywood,yash Dasgupta,mother,kader khan,park street rape case

জাতীয় সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, গত মাসেই নাকি এই সুখবর পেয়েছেন নুসরত ও যশ। এদিকে নুসরতের স্বামী নিখিল জানিয়েছেন গত কয়েকমাস কোনো সম্পর্ক নেই তাদের। তাই কার্যতই এ সন্তান যে নিখিলের নয় সেকথাও স্পষ্ট জানিয়েছেন নুসরত পতি। তারা আলাদা থাকলেও কোরোনার কারণে ডিভোর্স আটকে আছে।

Yash Dasgupta Nusrat Jahan

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই লাগাতার শিরোনাম কেড়েছেন নুসরত। তার ব্যক্তিগত জীবন নিয়ে চলেছে হাজারো চর্চা। স্বামী নিখিল জৈনের সঙ্গে তার সম্পর্কে চিড় ধরেছে অনেকদিনই। এখন তার সম্পর্ক জমে উঠেছে অভিনেতা যশ দাশগুপ্ত এর সঙ্গে।

নুসরত জাহান,টলিউড,বিয়ে,সহবাস,গ্র‍্যাজুয়েট,live in,marriage,weeding,যশ,নিখিল জৈন এর বিবৃতি,বিবৃতি,মা,নিখিল জৈন,Nikhil jain,Nusrat Jahan,Tollywood,yash Dasgupta,mother,kader khan,park street rape case

তবে যশ, নিখিলের আগেও এক ঘোরতর বিতর্কে নাম জড়িয়েছিল নুসরতের। সালটা ২০১২। সারা বাংলা উত্তাল; ‘পার্ক স্ট্রিট কাণ্ড’ নিয়ে। সেই সময় অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল সুজান জর্ডন কেসের আসামী কাদের খানের । অভিযুক্ত কাদের খান ছিলেন; সেই সময় নুসরতের ‘বিশেষ বন্ধু’। শোনা যায় তাদের পালাতে সাহায্য করেছিলেন নুসরত।

site