বলিউডের ড্যাশিং হিরো রণবীর কাপুর (Rabbir Kapoor)। গত বছর থেকে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের (Alia Bhatt) সাথে রণবীরের বিয়ের গুঞ্জন নিয়ে তোলপাড়া বলিপাড়া। বলতে গেলে রণবীর-আলিয়া সম্পর্ক সর্বদাই চর্চার বিষয় হয়ে থাকছে। তবে আলিয়ার সাথে বিয়ের গুঞ্জন ও তোড়জোড় হলেও রণবীরের গোপন ক্রাশ কি আদৌ আলিয়া? এই প্রশ্নের উত্তর অভিনেতা নিজেই দিয়েছিলেন এক সাক্ষাৎকারে।
তাহলে কি রণবীরের কাপুরের মনের গোপন ক্রাশ? রণবীর জানিয়েছিলেন, দক্ষিণী এক অভিনেতাই হল তাঁর ক্রাশ। তবে সাউথের অনেক অভিনেত্রীর সাথেই কাজ করেছেন রণবীর। কিন্তু কার কাছে ক্রাশ খেয়ে বসে আছেন তিনি! বেশ কয়েকবছর আগে ‘সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড (South Indian International Movie Award)’ শোতে উপস্থিত ছিলেন রণবীর। সেখানেই তিনি জানিয়েছিলেন যে বাহুবলী (Baahubali) অভিনেত্রী অনুষ্কা শেট্টি (Anushka Shetty) হলেন রণবীরের ক্রাশ।
অনুষ্কা শেট্টির সাথে কাজ করার জন্য অপেক্ষায় আছেন তিনি। অনুষ্কা শেট্টিকে বাহুবলী ছবিতে দেখা গিয়েছে। যেমন রূপ তেমনি দুর্দান্ত অভিনয়। বাহুবলী ছবিতে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে দেখা গিয়েছে অভিনেত্রীকে। কখনো রাজকুমারী তো কখনো দেবসেনার চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রীকে। অভিনেত্রীর ওপর নেহাত রণবীরই নয় হয়তো লক্ষ লক্ষ পুরুষ হৃদয় ক্রাশ খেয়ে বসে আছে।
প্রসঙ্গত, রণবীর কাপুরের সাথে বলিউড ইন্ডাস্ট্রির একাধিক অভিনেত্রীর নাম জড়িয়েছে ইতিমধ্যেই। ‘বাজিরাও মাস্তানী’ অভিনেত্রী দীপিকা পাডুকোনের (Deepika Padukone) সাথে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন রণবীর। তবে সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর অবশ্য বলিউডের চিকনি চামেলী ক্যাটরিনা কাইফের (Katrina Kaif)সাথে সম্পর্কে জড়ান রণবীর। অন্যদিকে দীপিকা বিয়ে সারেন বলিউডের রণবীর সিংয়ের সাথে। কিন্তু ক্যাটরিনার সাথে রণবীরের সম্পর্কটাও খুব বেশি দিন টেকেনি, ব্রেকআপ হয়ে যায়।
এরপর মহেশ ভাট কন্যা আলিয়ার সাথে ধীরে ধীরে সম্পর্ক তৈরী হয়েছে রণবীর কাপুরের। বর্তমানে অ্যাওয়ার্ড শো থেকে শুরু করে ঘুরতে যাওয়া প্রায় সর্বত্রই একত্রে দেখতে পাওয়া যায় দুজনকে। এমনকি রণবীরের আবাসনের কোটি কোটি টাকা খরচ করে ফ্লাট কিনেছেন আলিয়া। শীঘ্রই হয়তো বিয়েও করতে পারেন দুজনে। রণবীর-আলিয়ার ‘ব্রহ্মস্ত্র’ ছবিটি রিলিজের অপেক্ষায় রয়েছে।