এতদিন পর্যন্ত তাবড় – তাবড় অভিনেত্রীরা বৌদির ভূমিকায় সকলের ঘাম ঝরিয়েছেন। প্রথমে স্বস্তিকা মুখার্জি, তারপর মোনালিসা, এবং সর্বশেষ ফ্লোরা সাইনির পর এবার নতুন বৌদি পেতে চলেছে ঠাকুরপো সমাজ। জানেন কে এই মৌ বৌদি?
ইতিমধ্যেই পোস্টারে সেই আঁচ পাওয়া গেছে। মৌ বৌদি হয়ে এবার পর্দা কাঁপাবেন টলিপাড়ার হট নায়িকা মনামী ঘোষ। টলিউড বা বলিউডের তাবড়-তাবড় অভিনেত্রীদের থেকেও মনামী ঘোষের (Monami Ghosh) জনপ্রিয়তা অনেকাংশে বেশি।
এক মিলিয়ন ফলোয়ার্স তার। ইউটিউবেও তার নিজস্ব চ্যানেলের সাবস্ক্রাইবার প্রায় ২৯০ হাজার। খুব বেশি ছবিতে কাজ করেননি মনামী। ছবির নায়িকা হিসেবেও তাকে দেখা যায়নি বিশেষ। কিন্তু টেলিভিশন থেকে শুরু করলেও সাফল্যের দৌড়ে যে তিনি লং রানের ঘোড়া তা আর বলার অপেক্ষা রাখেনা। তাই এবার দেখার মনামী এই চরিত্রে কতটা জমাতে পারেন।
View this post on Instagram
এর আগে মনামীকে এহেন চরিত্রে দেখা যায়নি৷ পোস্টারে তার আবেদনে ভিমরি খেয়েছে তার অসংখ্য পুরুষ অনুরাগী। এই প্রসঙ্গে মনামীর সাফ বক্তব্য, যদি যৌন আবেদন দিয়েই দর্শক টানা যায় তাতে ভুল নেই। তার মতে, “কিন্তু যাঁরা সিরিজটি বানাচ্ছেন, যাঁরা টাকা ঢালছেন, যাঁদের ওটিটি মঞ্চে ছবিটি মুক্তি পাচ্ছে, দর্শক টানার কৌশল তাঁরা স্থির করেন। তাঁদের যদি মনে হয়, যৌন আবেদনকে সামনে রেখে দর্শক টানবেন, তবে সেটাই ঠিক। আর সেটাই যদি হয়ে থাকে, তবে তাঁরা সফল। “