২০২০-র ১৪ই জুন মুম্বইয়ের (Mumbai) পশ্চিম বান্দ্রার (Bandra) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বলিউডের (Bollywood) খ্যাতনামা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃতদেহ। রহস্য মৃত্যুর পর বছর ঘুরতে চললেও এখনও অধরা মৃত্যুর কারণ! অভিনেতার মৃত্যুর পরে সামনে এসেছে বলিউডের চোরাগলির সন্ধান।
বলিউডের স্বজনপ্রীতি থেকে ড্রাগ-যোগ (Drug), সিবিআই (CBI) ও এনসিবির (NCB) জোড়া তদন্তে জানা যায় নানা অজানা তথ্য। মৃত্যুর কারণ হিসেবে আঙ্গুল ওঠে সুশান্তের তৎকালীন প্রেমিকা রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) দিকেও, ফলস্বরূপ হাজতবাস করতে হয় অভিনেত্রীকে।
বলিউডের নামকরা অভিনেতা-অভিনেত্রী থেকে পরিচালক-প্রযোজক, এক সময়ে সকলের নামই জড়িয়েছে সুশান্তের মৃত্যুরহস্যের সঙ্গে। রাঘব বোয়ালদের তালিকায় সাম্প্রতিকতম সংযোজন সইফ আলী খানের (Saif Ali Khan) কন্যা সারা আলী খান (Sara Ali Khan)। এনসিবিকে লেখা একটি চিঠিতে রিয়া চক্রবর্তী উল্লেখ করেছেন সারার নাম, খবর সূত্রের।
সম্প্রতি পেশ করা চার্জশিটে উক্ত চিঠিটি জমা করেছে এনসিবি। চিঠিতে রিয়া তাঁর ওয়াটসঅ্যাপ (Whatsapp) চ্যাটের (Chat) সম্পর্কে বিস্তারিত লিখেছেন। ২০১৭-র ৪ঠা জুন সারা গঞ্জিকার (Marijuana) ‘জয়েন্ট’ (Joint) ও ভদকা (Vodka) দেওয়ার প্রস্তাব রাখেন রিয়ার কাছে।
‘কেদারনাথ’ (Kedarnath) ছবির শ্যুটিংয়ের (Shooting) সময় থেকেই সুশান্তকে ডেট (Date) করছিলেন সারা। এমনকি থাইল্যান্ড ভ্রমণেও যান সারা আর সুশান্ত। সুশান্তের ফার্মহাউসে নিত্য যাতায়াত ছিল সারার, মত অভিনেতা ঘনিষ্ঠদের। অবশেষে সারার সঙ্গে সম্পর্ক ভেঙে সুশান্ত রিয়ার সঙ্গে একই ফ্ল্যাটে থাকতে শুরু করেন। মৃত্যুর কিছুদিন আগে পর্যন্তও একই বাসস্থানে থেকেছেন দু’জনে, এমনটাই জানিয়েছে সুশান্ত ঘনিষ্ঠরা।
একদিকে রিয়ার উপর সুশান্তের পরিবারের আনা আত্মহত্যার প্ররোচনার অভিযোগ খতিয়ে দেখছে সিবিআই, অন্যদিকে বলিউডে মাদক যোগাযোগ সম্পর্কে বিস্তারিত তদন্তে নেমেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। গত বছর প্রায় ২৮ দিন জেল খেটে বর্তমানে জামিনে ছাড়া পেয়েছেন রিয়া। যদিও কোনোরকম প্রমাণ না মেলায় এখনও পর্যন্ত রিয়ার বিরুদ্ধে খুনের অভিযোগ আনতে পারেননি কেউই!