বাংলা সিরিয়ালের মধ্যে অনেক সিরিয়েল রয়েছে যেগুলো দেখার জন্য সন্ধ্যে নামলে অপেক্ষায় থাকেন দর্শকেরা। এই সমস্ত সিরিয়ালের মধ্যে একটি সিরিয়াল বিশেষ করে মন কেড়েছে দর্শকদের, সেটি হল দেশের মাটি। নোয়া-কিয়ান দিয়ে শুরু হলেও সিরিয়ালে আরো একটি জুটি রাজা-মাম্পি ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। আর সেই কারণেই সিরিয়ালের প্রতি দর্শকদের আকর্ষণ দিনদিন বেড়েই চলেছে। গল্পে রাজার চরিত্রে অভিনয় করছেন রাহুল ব্যানার্জী (Rahul Banerjee) আর মাম্পির চরিত্রে রয়েছেন রুকমা রায় (Ruqma Roy)।
নোয়া-কিয়ান ছাড়াও মুখার্জী বাড়িতে মাম্পি ও রাজার মধ্যেকার প্রেমের সম্পর্ক মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের। বর্তমানে নোয়া-কিয়ানের পাশাপাশিই দেখানো হচ্ছিলো রাজা-মাম্পির প্রেমকাহিনী। কিন্তু মুশকিল হল প্রেম শুরু হওয়া মাত্রই মুখার্জী পরিবারে বেজেছে বিচ্ছেদের সুর। একদিকে কিয়ান চলে যাচ্ছে নোয়াকে ছেড়ে। অন্যদিকে মাম্পিকেও চলে যেতে হচ্ছে রাজাকে ছেড়ে। দুজনেই একই দিনে বাড়ি ছেড়ে চলে যাবে।
দর্শকদের রাজা-মাম্পির এই জুটি এতটাই ভালো লেগেছে যে প্রিয় জুটির বিচ্ছেদ হবে এটা মেনে নিতে পারছেন না দর্শকেরা। এক কথায় বলতে গেলে রাজা-মাম্পির প্রেম যেন পর্দার কাহিনী থেকে বাস্তবের চিত্র তুলে ধরতে সক্ষম দর্শকদের কাছে। দুজনের কেমিস্ট্রি এতটাই ভালো যে অনেকেই ভেবেছেন বাস্তবেও হয়তো প্রেমে পড়ে গিয়েছেন একেঅপরের সাথে। যদিও সেটা কিন্তু নয়, বাস্তবে ভালো বন্ধু রাহুল ও রুকমা।
বর্তমানে করোনা আক্রান্ত হয়ে বাড়িতেই নিভৃতবাসে আছেন রাহুল ব্যানার্জী। আর বাড়িতে থেকেই নানা ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। সম্প্রতি দেশের মাটি সিরিয়ালের রাজা-মাম্পির একটি ছবি শেয়ার করেছেন রাহুল। ছবিতে রাজার বুকে মাথা রেখেছে মাম্পি। ছবিটি শেয়ার করে ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘রাজমা’। অর্থাৎ রাজা ও মাম্পি একত্রে ছোট করে রাজমা। বর্তমানে সিরিয়ালের জুটিদের এভাবেই ডাকা হয়।
যদিও রাজা-মাম্পির জুটি ‘রাম্পি’ বলে ডাকতে শুরু করেছিলেন দর্শকেরা। তবে রাহুলের দেওয়া এই নতুন নামটিও খারাপ লাগেনি দর্শকদের। ছবিটি শেয়ার হবার পরেই বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ছবিতে হাজারো লাইকের পাশাপাশি রয়েছে বহু কমেন্ট যেখানে রাজা-মাম্পিকে নিজেদের প্রিয় জুটি বলেই আখ্যা দিয়েছেন নেটিজেনরা।