আজ গোটাদেশ করোনা ভাইরাসের সাথে লড়াই করছে। মাঝে দেশে ব্যাপক অক্সিজেন ও বেডের সংকট দেখা গিয়েছিল। তবে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। যদিও সংক্রমণ কিন্তু আদতে প্রথম ঢেউয়ের তুলনায় অনেকটাই বেশি বেড়েছে। দেশের এমন করুণ পরিস্থিতিতে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব্রিটি সকলে এগিয়ে এসেছেন যথাসাধ্য সাহায্য নিয়ে। একাধিক বলিউড ও টলিউড সেলেব্রিটি অক্সিজেন থেকে শুরু করে বেড এমনকি সেফ হাউসের ব্যবস্থা করেছেন।
এবার টলিউডের সৃজিত মুখার্জী (Srijit Mukherjee) এগিয়ে এলেন এক অভিনব উদ্যোগ নিয়ে। দ্বিতীয় ঢেউয়ে শুরু হওয়া অক্সিজেনের অভাব এখনো পর্যন্ত রয়েই গেছে বহু জায়গায়।তাই অসহায় করোনা রোগীদের অক্সিজেনের যোগানের ব্যবস্থা করলেন পরিচালক। হাজির করলেন অক্সিজেন বাস। যার নাম দিয়েছেন ‘O2কু সবার’।
অভিনব এই অক্সিজেন বাসে যে সমস্ত করোনা রোগীরা হাসপাতালে বেড পাচ্ছেন না তাদের জন্য অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। বাসের সিটে বসেই মিলবে অক্সিজেনের সুবিধা।যেটা করোনা রোগীর প্রাথমিক চিকিৎসা ও হাসপাতালের বেডের খোঁজ পাবার আগে পর্যন্ত অনেকটাই সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।
কোথায় মিলবে এই অক্সিজেন বাস পরিষেবা? যেমনটা জানা যাচ্ছে ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনাহ ও নদিয়ার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে এই অক্সিজেন বাসের পরিষেবা।সৃজিত মুখার্জী নিজেই এই সমস্ত অক্সিজেন বাসের তথ্য শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে। সাথে রয়েছে যোগাযোগের জন্য ফোন নাম্বার।
প্রসঙ্গত এই প্রথম নয়, এর আগেও মানুষের সাহায্যার্থে বহুবার হাত বাড়িয়ে দিয়েছেন সৃজিত। করোনা রোগীদের জন্য সেফ হোম খুলেছেন। মহামারিকালে রক্তের প্রয়োজন বেড়ে গিয়েছেন অনেকগুণ তাই রক্তদান শিবিরেরও আয়োজন করেছিলেন তিনি। কিছুদিন আগেই কলকাতার রাস্তায় অসহায় হয়ে ছবি বিক্রি করা এক শিল্পীকেও যথাসাধ্য সাহায্য করেছেন তিনি।