কয়েক দশক ধরে টলিউড (Tollywood) কাঁপিয়ে আজও একইভাবে জনপ্রিয় অভিমেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna sengupta)। এই বছরই ৪৮ এ পা দিয়েছেন অভিনেত্রী কিন্তু তাকে দেখে তা বিন্দু মাত্র বোঝার উপায় নেই। তার কাছে বয়স যেন কেবলমাত্রই একটি সংখ্যা।
শাড়ি কিংবা ওয়েস্টার্ন, বিকিনি অথবা ব্রালেট সবেতেই সাবলীল ৪৮ এর অভিনেত্রী। আজও তার হট এবং সেক্সি ছবি নিমেষে ঘুম ওড়ায় তার অনুরাগীদের। এই বয়সেও তার বোল্ডনেসে মুগ্ধ নেটিজেনরা। আজও তিনি ছবি দিলেই দর্শকরা খানিক হোঁচটই খান।
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেত্রী। মাঝেমধ্যেই নিজের নানান ছবি ভিডিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন ঋতু। আর তার ছবি মানেই নেটপাড়ায় ঝড়।
সম্প্রতি ঋতু নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি ‘হট অ্যান্ড সেক্সি’ ছবি শেয়ার করেছেন। ছবিতে সাদা স্বচ্ছ অন্তর্বাস ও কার্লি চুলে সমুদ্রের পারে দেখা যাচ্ছে তাকে। এই ছবি শেয়ার করতেই রীতিমতে ভাইরাল হয়ে যায়।
ছবি শেয়ার করে ঋতুপর্ণা লিখেছেন, “উপরে তাকান, আমি হাই”। এই বয়সেও তার ছবিতে উপচে পড়েছে নানাবিধ মন্তব্য। অনেকেই তার রূপের প্রশংসা করেছেন, আবার অনেকেই তাকে কটুক্তি করতেও ছাড়েননি।