জি বাংলার মিঠাই সিরিয়াল বর্তমানে সর্বোচ্চ জনপ্রিয়তা অর্জন করেছে দর্শকমহলে। বিগত ৬ সপ্তাহ ধরে ব্যাক টু ব্যাক টিআরপি তালিকায় প্রথম সিরিয়ালটি। মোদক পরিবারে নিপা রাতুলের বিয়ের পর্ব থেকে শুরু করে সেই বিয়ে ভেঙে শ্রীতমা রাতুলের বিবাহ পর।
তাছাড়া মিঠাই-সিদ্ধার্থের ডিভোর্সের পর্ব চলছে বর্তমানে। আর এর জেরেই দর্শকদের রীতিমত হাতের আঙ্গুল কামড়ানোর মত পরিস্থিতি। সত্যিই কি মিঠাইকে ডিভোর্স দেবে সিদ্ধার্থ। আজ আপনাদের মিঠাই সিরিয়ালের সমস্ত অভিনেতা অভিনেত্রীদের আসল পরিচয় জানাবো।
মিঠাই
সিরিয়ালের মূল চরিত্র মিঠাই এর ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)।
সিদ্ধার্থ মোদক
সিড বা সিদ্ধার্থ মোদকের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা আদৃত রায় (Adrit Roy)। সম্প্রতি অভিনেতা ২৯ বছরে পা দিয়েছেন। অভিনেতার জন্মদিনে সোশ্যাল মিডিয়াতে উপচে পড়েছে শুভেচ্ছা বার্তা।
তোর্সা
ধারাবাহিকে সিদ্ধার্থের প্রেমিকার নাম হল তোর্সা। তোর্সার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তন্বী লাহা রায় (Tonni Laha Roy)। বর্তমানে অভিনেত্রীর বয়স ২৭ বছর।
রেবতী/ তোর্সার মা
সিরিয়ালের তোর্সার মায়ের চরিত্রে দেখা যাচ্ছে ৪৬ বছরের। অভিনেত্রী অদিতি চাটার্জীকে (Aditi Chatterjee)।
সিদ্ধেশ্বর মোদক
মোদক পরিবারের কর্তা তথা সিদ্ধেশ্বর মোদক এর ভূমিকায় অভিনয় করেছেন বিশিষ্ট অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী (Biswajit Chakraborty)। বর্তমানে অভিনেতার বয়স ৭২ বছর।
সিদ্ধেশ্বর মোদকের স্ত্রী সুষমা দেবী
সিরিয়ালে সিদ্ধেশ্বর মোদকের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী স্বাগতা বসুকে (Swagata Bose)। অভিনেত্রী বর্তমানে ৬৪ বছরে পা দিয়েছেন।
বাড়ির বড় ছেলে সমরেশ মোদক
সিরিয়ালের মোদক পরিবারের বড় ছেলের ভূমিকায় দেখা যাবে অভিনেতা কৌশিক চক্রবর্তীকে (Kaushik Chowdhury)। সিদ্ধার্থের বাবার ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেতাকে। অভিনেতা ইতিমধ্যেই ৫২ বছরে পা দিয়েছেন।
সন্দীপ মোদক
সিরিয়ালে সন্দীপ মোদকের চরিত্রে দেখা যায় অভিনেতা বিশ্ববসু বিশ্বাসকে (Biswabose Biswas)। বর্তমানে অভিনেতার বয়স ৩১ বছর।
মোদক পরিবারের জামাই ব্রতীন
ধারাবাহিকে ব্রতীন চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম হলো অভিজিৎ চৌধুরী (Arijit Chowdhury)। বর্তমানে অভিনেতার বয়স 48 বছর। তবে তাকে দেখে কিন্তু সেটা বুঝে উঠতে পারে বেশ কঠিন।
রাতুল
মিঠাই সিরিয়ালের রাতুল চরিত্রে অভিনয় করছেন অভিনেতা উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh)। অভিনেতার বর্তমান বয়স ২৯ বছর।
শ্রীনিপা মোদক
নিপার চরিত্রে রয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা (Oindrila Saha)। অভিনেত্রী মাত্র ১৯ বছর বয়সী। সম্প্রতি অভিনেত্রীর প্রেমের খবর প্রকাশ্যে এসেছে।
শ্রীতমা মোদক
অভিনেত্রী দিয়া মুখার্জীকে (Diya Mukherjee) দেখা যাচ্ছে সিদ্ধার্থের বোন অর্থাৎ শ্রীতমার চরিত্রে। অভিনেত্রীর বয়স মাত্র ২২ বছর। বর্তমানে সিরিয়ালে রাতুলের সাথে বিয়ে হয়েছে শ্রীতমার।
অপরাজিতা
সিরিয়ালের অপরাজিতা তথা ব্রতীনের স্ত্রীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অর্পিতা মুখার্জীকে (Arpita Mukherjee)।
সোম
অভিনেতা ধ্রুৱজ্যোতি সরকারকে (Dhrubajyoti Sarkar) সিরিয়ালে সময়ের চরিত্রে দেখা যাচ্ছে। সোমের সাথে মোদক পরিবার ও তোর্সার সম্পর্ক রয়েছে। অভিনেতার বর্তমান বয়স ৩৫ বছর।