বলিউডের বাদশা অথবা কিং খান নামে পরিচিত শাহরুখ খানের (Shah Rukh Khan) জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছুই নেই। তাকে একটিবার দেখার জন্য, ছুঁয়ে দেখার জন্য কত শত ভক্ত মরিয়া হয়ে থাকেন। বলিউডে আজও তিনি অদ্বিতীয়। কয়েক দশক ধরে তার অর্জিত জায়গা আজও কেউ নিতে পারেনি। রোমান্টিকতার সম্রাট তিনি। সম্প্রতি তারই এক ঝলক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, এবং ফের আলোচনায় উঠে এসেছে শাহরুখের নাম।
তবে এই আলোচনায় তিনি একা নন, বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার নামও উঠে এসেছে।কারণ এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ১৭ বছরের প্রিয়াঙ্কা চোপড়াকে প্রকাশ্যেই বিয়ের প্রস্তাব দেন। শাহরুখ কয়েক মিলিয়ন মানুষের মধ্যে এই প্রস্তাবটি প্রিয়াঙ্কাকে দিয়েছিলেন।

আসলে, আজকাল যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তা মিস ইন্ডিয়া প্রতিযোগিতা ২০০০ এর। এই প্রতিযোগিতার ফাইনাল প্রতিযোগীদের মধ্যেও প্রিয়াঙ্কা চোপড়া নির্বাচিত হয়েছিলেন এবং প্রতিযোগীদের প্রশ্ন জিজ্ঞাসা করা এই প্রতিযোগিতার জুরিতে শাহরুখ খানও উপস্থিত ছিলেন। এদিকে, যখন ১৭ বছর বয়েসী প্রিয়াঙ্কা চোপড়ার পালা এসেছিল, শাহরুখ খান প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, তাকে বেশ রোম্যান্টিক উপায়ে প্রশ্ন করেছিলেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, শাহরুখ প্রিয়াঙ্কাকে প্রশ্ন করেন, ‘প্রথম হলেন একজন বিশ্ববিখ্যাত ক্রীড়াবিদ, যে তোমাকে গোটা বিশ্ব ঘুরিয়ে দেখাবে, যে গোটা দেশের গর্বের কারণ হবে। যেমন ধরো আমার পাশে বসে থাকা আজহার ভাই (মহম্মদ আজহারউদ্দিন), কিংবা ধরো, স্বরোভস্কির মতো কঠিন উচ্চারণসম্পন্ন বিজনেস টাইকুন। অথবা একজন সুপারস্টার, ধরো আমি। যার কোনও কাজ নেই, শুধু মাত্র তোমার সামনে এমন একটা প্রকল্পিত দৃশ্যকল্পের অবতারণা করা ছাড়া’।
View this post on Instagram
উত্তরে প্রিয়াঙ্কা চোপড়া যা বলেছিলেন তাতে দর্শকদের প্রচুর প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেত্রী। তিনি বলেছিলেন, ‘আমি এদের মধ্যে থেকে একজন ক্রীড়াবিদের স্ত্রী হওয়াটাই বেছে নেব। কারণ দেশের জন্য যখন যে খেলবে আমি তাঁকে সাপোর্ট করব, বাড়ি ফিরলে জানাবো আমি তাঁকে নিয়ে কতখানি গর্বিত। অন্যদিকে সেও আমার সাপোর্ট সিস্টেম হবে’। এই মঞ্চে দ্বিতীয় হয়েছিলেন প্রিয়াঙ্কা।













