বলিউডের (Bollywood) সর্বকালের সেরা সুন্দরী অভিনেত্রীর নাম নিতে গেলে তালিকার শুরুতেই যাঁর নাম আসে, তিনি ‘রেখা’ (Rekha)। অভিজাত শাড়ি হোক বা পিঠছাপানো চুল, শান্তগভীর চোখ এবং আকর্ষণীয় ঠোঁট আজও ডাক দেয় বলিপ্রেমীদের। যদিও রেখাকে দেখলে মানুষের মনে প্রশ্ন জাগে একটা জায়গাতেই, কপালের লাল টিপ আর সিঁথির জ্বলজ্বল লাল সিঁদুর দেখে অনেকেই প্রশ্ন তোলেন রেখার বৈধব্য নিয়ে!
আশির দশকের পর্দাকাঁপানো এই অভিনেত্রীকে ঘিরে আজও প্রশ্ন ওঠে নানামহলে। বার্ধক্যের দোরগোড়ায় পৌঁছে গিয়েও কিভাবে এতটা লাস্যময়ী রেখা, এহেন প্রশ্নের পাশাপাশি এমন প্রশ্নও ওঠে যে, আজও কার নামে সিঁথির সিঁদুর আঁকেন ‘উমরাওজান’? যদিও এ প্রশ্নের উত্তরে পাওয়া খুব একটা সহজ নয়।
ইতিহাসের পাতা ঘাঁটলে দেখা যায়, ১৯৯০-এ রেখার বিয়ে হয় দিল্লির নামজাদা শিল্পপতি মুকেশ আগারওয়ালের (Mukesh Agarwal) সঙ্গে। যদিও বিয়ের একবছর পরেই লন্ডনে থাকাকালীন আত্মহত্যা করেন মুকেশ। এরপরই অভিনেতা বিনোদ মেহরার (Binod Mehra) সঙ্গে নাম জড়ায় অভিনেত্রীর। স্বাভাবিকভাবেই সেসময়ে বিনোদের সঙ্গে নাম জড়ানোর ফলে যথেষ্ট সমালোচনার মুখে পড়েন রেখা।
সিঁদুর পরার প্রসঙ্গে যতবারই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন রেখা, ততবারই তাঁর ধরাবাঁধা উত্তর :‘সিঁদুর পরাটা ফ্যাশনেবল! তাই পরেছি!’ যদিও নেট-দুনিয়ার বোদ্ধারা বলছেন, উত্তরটা এত সহজ নয়। এ প্রসঙ্গে নেটিজেনরা বারেবারে টেনে আনে রেখা-অমিতাভ বচ্চনের কিংবদন্তী প্রেমগাথা। বলিসূত্রের খবর, ‘দো আনজানে’-র সেটে প্রথম আলাপের পর থেকেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দু’জনে। যদিও ততদিনে জয়া বচ্চনের (Jaya Bachchan) সাথে বিবাহিত জীবন শুরু করে ফেলেছেন বিগ-বি!
বলিপাড়ার ইতিহাস বলছে, ঋষি কাপুর-নীতু সিং (Rishi Kapoor, Nitu Singh) -এর বিয়েতে সবাইকে অবাক করে সিঁদুর পরে উপস্থিত হন রেখা! সেবারেও সব প্রশ্নের উত্তরে তাঁর বক্তব্য ছিল, “আজ শুটিং থেকে সরাসরি এসেছি। সিঁদুর পরে শট ছিল তো, তাই মোছা হয়নি হয়তো।” যদিও এই ঘটনার পর থেকেই বি-টাউনে জলঘোলা শুরু হয়, অমিতাভ-রেখার গোপন বিয়ের বিষয়ে সন্দিহান হয়ে পড়েন তৎকালীন ভারতবাসী!