বাঙালি দর্শকদের পছন্দের সিরিয়ালের তালিকায় ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে ‘দেশের মাটি(Desher Mati)’। সিরিয়ালে নোয়া-কিয়ান থেকে শুরু করে রাজা-মাম্পির প্রেমকাহিনী যেন আলাদা মাত্রা এনেছে গল্পে। সিরিয়ালে মুখ্য চরিত্রে রয়েছে নোয়া ও কিয়ান। আমার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das), আর কিয়ানের চরিত্রে রয়েছেন দেবজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)। অন্যদিকে রাজার চরিত্রে আছেন অভিনেতা রাহুল ব্যানার্জী(Rahul Banerjee) আর মাম্পির চরিত্রে আছেন অভিনেত্রী রুকমা রায় (Rukma ray)।
সিরিয়ালে রাজা-মাম্পির জুটি রীতিমত দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা সৃষ্টি করেছে। কিন্তু একেঅপরের প্রতি ভালোবাসার কথা স্বীকার করেও এক হতে পারেনি তারা। আলাদা হয়ে যেতে হয়েছে রাজা-মাম্পিকে। পাশাপাশি নোয়াকে ছেড়ে কাজের জন্য বিদেশে ফিরে যেতে হয়েছে কিয়ানকে। তার বর্তমানে বিচ্ছেদের পরের দৃশ্যই দেখানো হচ্ছে সিরিয়ালে। যদিও লকডাউনের জেরে সিরিয়ালের ভবিষ্যৎ কিছুটা অনিশ্চয়তার দিকে এগিয়েছে।
ব্যাঙ্কিং করে রাখা পর্ব প্রায় শেষ, তাই বাড়ি থেকেই শুট করছেন অনেকেই। সেই ভিডিও ক্লিপ জুড়েই তৈরী হচ্ছে এপিসোড যা দেখতে পাওয়া যাচ্ছে টিভির পর্দায়। অর্থাৎ লকডাউনে আর পাঁচজনের মতই গৃহবন্দী দেশের মাটির অভিনেতা অভিনেত্রীরাও। সম্প্রতি কিয়ান অভিনেতা দিব্যজ্যোতি নিজের সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটি শেয়ার হবার পর মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে।
View this post on Instagram
ভিডিওটিতে দিব্যজ্যোতিকে সন্ধ্যার পর বৃষ্টি নামলে আনন্দের সাথে বৃষ্টিতে ভিজতে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, ‘এগিয়ে দে’ গানে বৃষ্টিতে ভিজেই নেচেছেন অভিনেতা। বৃষ্টিভেজা নাচের এই ভিডিওটি শেয়ার করে অভিনেতা ক্যাপশনে লিখেছেন, ‘কিছু আবদারের জানি নেই মানে’। তাহলে কি অসময়ে বৃষ্টিতে ভেজার আব্দারের কথা বলতে চেয়েছেন অভিনেতা? নাকি অন্য কিছু? এই প্রশ্নের উত্তর মেলেনি।
তবে ভিডিওটি কিন্তু নেটিজেনদের বেশ পছন্দ হয়েছে। মাত্র ঘন্টা তিনেকের মধ্যেই ভিডিওতে দর্শকের সংখ্যা পেরিয়েছে কয়েক হাজার। তবে বৃষ্টিতে ভিজলে অভিনেতার শরীর খারাপ হতে পারে, এই নিয়ে বহু ভক্তগণেরাই চিন্তা প্রকাশ করেছেন ভিডিওটি দেখে।