আজ গোটাদেশ করোনা ভাইরাসের সাথে লড়াই করছে। মাঝে দেশে ব্যাপক অক্সিজেন ও বেডের সংকট দেখা গিয়েছিল। তবে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। যদিও সংক্রমণ কিন্তু আদতে প্রথম ঢেউয়ের তুলনায় অনেকটাই বেশি বেড়েছে। দেশের এমন করুণ পরিস্থিতিতে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব্রিটি সকলে এগিয়ে এসেছেন যথাসাধ্য সাহায্য নিয়ে। একাধিক বলিউড ও টলিউড সেলেব্রিটি অক্সিজেন থেকে শুরু করে বেড এমনকি সেফ হাউসের ব্যবস্থা করেছেন।
করোনা ভাইরাসের সাথে মোকাবিলার জন্য কার্যকরী হাতিয়ার হিসেবে লকডাউনকে বেছে নিয়েছে সরকার। প্রথম ঢেউয়ে দীর্ঘ ৮ মাসের ও বেশি সময় লকডাউন থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিলো জনজীবন। এরপরই দ্বিতীয় ঢেউয়ের জেরে ফের লকডাউন পরে গিয়েছে। এই লকডাউনে ভাইরাসের ঠিক শরীর সুরক্ষিত হলেও মন যে ভারাক্রান্ত হয়ে চলেছে প্রতিনিয়ত। তাই শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যও খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
এমন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে এলেন টলিউডের অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। মানসিক ভাবে বিধস্ত মানুষের কথা শুনতে ও তাদের স্বাভাবিক জীবনের ফেরানোর অঙ্গীকার নিয়ে চালু করলেন ‘হিল উইথ মি (Heal With Me)’ নামের প্রকল্প। এর জন্য একটি হেল্পলাইন নাম্বার ১৮০০২০৩৯৮৬৫ চালু করেছেন অভিনেত্রী। যেখানে আজ অর্থাৎ ২রা জুন থেকেই মনের ডাক্তারদের পরামর্শ পাওয়া যাবে একেবারে বিনামূল্যে। দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত।
সম্প্রতি অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে লাইভ এসে নিজের এক প্রকল্পের কথা ঘোষণা করেছেন। অভিনেত্রীর মতে, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সকলেই কমবেশি মানসিক দিক থেকে বিধস্ত হয়ে পড়েছি। কেউ নিজের কাছের মানুষকে হারিয়েছেন তো কেউ কাজ হারিয়েছেন এমন পরিস্থিতিতে মানুষের মনের জোর বাড়িয়ে তাদের পাশে দাড়ানোটাই আমাদের চেষ্টা। অভিনেত্রীর এই চেষ্টায় তার পাশে আছেন বন্ধ রাহুল দাশগুপ্ত।
View this post on Instagram
প্রসঙ্গত, অভিনেত্রী এই প্রথম নয় এর আগেও নানাভাবে সাধ্যমত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। এর আগে ১০০ জন করে দুবার অসহায় মানুষদের টিকাকরণের ব্যবস্থা করেছেন অভিনেত্রী। যার মধ্যে ছিলেন ১০০ বস্তিবাসী ও ১০০ প্রবীণ মানুষেরা। শুধু তাই নয় সল্টলেকের একই বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদের স্কুলের ৭৪ জন পদুয়ার যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন অভিনেত্রী।