বাংলা সিরিয়ালের মধ্যে মিঠাইকে (Mithai) যেন আটকানো যাচ্ছে না। জনপ্রিয়তার দিক থেকে বিগত চার সপ্তাহ একই প্রথম স্থান দখল করে রেখেছে মিঠাই। বলতে গেলে মিঠাই ম্যাজিকে মেতে রয়েছে বাঙালি দর্শকেরা। ছটফটে আর সাধাসিধে মিঠাই যে কিনা সকলের ভালোর কথা চিন্তা করে। আর মিঠাই পড়েছে উচ্ছেবাবু মানে সিদ্ধার্থের মত এক লোকের খপ্পরে। যেকিনা একেবারেই বেরসিক, মিষ্টি পর্যন্ত পছন্দ করে না। কথায় কথায় শুধু রাগ আর মুখে চোখে গাম্ভীর্য।
সিরিয়ালে গম্ভীর স্বভাবের সিদ্ধার্থের সাথে বিয়ে হয়েছে প্রাণবন্ত মিষ্টি একটা মেয়ে মিঠাইয়ের। গোটা বাড়িকে যেন মাতিয়ে রাখছে মিঠাই। বাড়ির সকলেরই মিঠাই বেশ প্রিয় বিশেষত দাদুর। বর্তমানে মোদক পরিবারের মিষ্টির ব্যবসার হাল ধরেছে মিঠাই। কিন্তু যতই করুক না কেন সিদ্ধার্থবাবুর মন পায় না মিঠাই। তার জন্য মন খারাপ হলেও সেভাবে কিন্তু প্রকাশ করে না। বরং উল্টে সিদ্ধার্থকে উচ্ছেবাবু বলে তার নকল করে দেখতে এক্সপার্ট মিঠাই।
মোদক পরিবারের যৌথতাই এই ধারাবাহিকের প্রধান ইউএসপি। এইপরিবারের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র সিদ্ধার্থ” এর পিসতুতো দিদি “শ্রীনন্দা” বা “নন্দা। বর্তমানে এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী। কিন্তু ধারাবাহিক শুরুর প্রথমে নন্দা হিসেবে আমরা পর্দায় দেখেছি টলিপাড়ার জনপ্রিয় মুখ অভিনেত্রী প্রিয়ম চক্রবর্তীকে।
কিন্তু কিছুদিন যেতে না যেতেই নন্দার মুখ বদল হয়। দেখা যায় চ্যানেল কতৃপক্ষ নন্দার চরিত্রে প্রিয়মের জায়গায় নিয়ে এলেন কৌশাম্বীকে। স্বভাবতই এই ‘মুখবদল’ নিয়ে শুরু হয়েছিল জোর তরজা। হঠাৎ এই পরিবর্তন প্রিয়মের অনুরাগীরা মোটেই মানতে পারেননি৷
তবে এতদিনে প্রিয়মকে সরানোর আসল কারণ খোলসা করলেন অভিনেত্রী নিজেই। এক নেটিজেন নিজের উত্তেজনা ধরে রাখতে না পেরে প্রিয়মকে সরাসরিই জিজ্ঞেস করেন, হঠাৎ তোমাকে মিঠাই সিরিয়াল থেকে চেঞ্জ করে দিল কেন? ওই চরিত্রটা তোমাকেই ভালো মানিয়েছিল.. দিদি হিসাবে খুব ভালো লাগছিল, কেন পালটে দিল?”
এই প্রশ্নের উত্তরে প্রিয়ম জানান, ওরা আমাকে বাদ দেয়নি, “আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম তাই আমিই কাজটা ছাড়তে বাধ্য হয়েছিলাম। আমার কাজ তোমার ভালো লেগেছে জেনে খুব খুশি হয়েছে, আবার নতুন কোনও রূপে নতুন ভাবে কোথাও দেখা হবে..পাশে থেকো”।