টলিউডের অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) রাজনীতি আর অভিনয় দুইই বেশ কড়া হাতে সামলাচ্ছেন বাঙালি সাংসদ তথা অভিনেত্রী। কখনও তাকে দেখা যায় মানুষের কাজে মিটিং মিছিলে বক্তৃতা দিচ্ছেন। আবার কখনো নিজের অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন পাকাপাকি ভাবে। এবার তারই প্রতিফলন পড়ল টাইমস অফ ইন্ডিয়ার কলকাতা সংস্করণের পাতায়।
এই পত্রিকার বিচারে ২০২০ সালে টলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত নারী হিসাবে নির্বাচিত হয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। কলকাতার দর্শকদের ভোটের ভিত্তিতেই এই শিরোপা অভিনেত্রীর মাথায় উঠেছে বলেই জানিয়েছে সংবাদ সংস্থা টাইমস অফ ইন্ডিয়া৷ এই প্রতিযোগীতাতেই দ্বিতীয় স্থানে রয়েছেন টেলি তথা টলিউডের জনপ্রিয় মুখ ‘চিনি’ খ্যাত অভিনেত্রী মধুমিতা সরকার।
২০১৯ সালে এই নির্বাচনে মিমির ঘনিষ্ঠ বান্ধবী নুসরাত জাহানের কাছে হেরে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন মিমি। মিমি এই প্রসঙ্গে জানান, “আমাকে সম্মানিত করার জন্য দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি; বিষয়টি আমার জন্য ভীষণ আনন্দের। একজন শিল্পী হিসেবে চলচ্চিত্র, গান ও পরিবেশনার মাধ্যমে দর্শকদের বিনোদিত করে যেতে চাই। কঠোর পরিশ্রমের স্বীকৃতি পাওয়ার অনুভূতি দারুণ।”
মিমি চক্রবর্তী ২০১২ সালে `বাপি বাড়ি যা’ চলচ্চিত্রের মাধ্যমে টালিগঞ্জে যাত্রা শুরুর পর ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’, ‘গল্প হলেও সত্যি’, ‘শুধু তোমারি জন্য’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে দর্শককের কাছে পরিচিত পেয়েছেন।
তবে এবার প্রথম হতে না পারলেও বনুয়া মিমির সাফল্যে বেজায় খুশি নুসরাত জাহান। এই খুশির খবর ইন্সটা স্টোরিতে শেয়ার করে মিমিকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। এবারের নির্বাচনে মধুমিতার পরেই তিনি রয়েছেন তৃতীয় স্থানে৷