• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাজার থেকে তুলে নেওয়া হবে পুরোনো টাকা! বদলে আসবে ১০০ টাকার ঝাঁ-চকচকে নতুন নোট

করোনাভাইরাস এর জেরে গত বছর থেকে এ বছর পর্যন্ত ব্যাপক ক্ষতি হয়েছে দেশ তথা রাজ্যের অর্থনীতিতে। এবার মহামারী কালের মধ্যেই নতুন নোট সংক্রান্ত একগুচ্ছ সিদ্ধান্ত নিল দেশের সর্বোচ্চ ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। নতুন সিদ্ধান্ত সম্পর্কিত হয়েছে রিপোর্টে জানা যাচ্ছে এবার নতুন ধরনের ১০০ টাকার নোট আসতে চলেছে বাজারে।

এবার সকলের মনেই প্রশ্ন জাগতে পারে, ১০০ টাকার নতুন নোটতো ইতিমধ্যেই রয়েছে বাজারে। তাহলে কি সেই নোট তুলে নেবার কথা বলা হচ্ছে? না, বর্তমান বাজারে থাকা বেগুনি রঙের ১০০ টাকার নোট তুলে নেবার কথা বলা এই মুহূর্তেই বলা হয়নি। এখন যে নোট চলছে সেই নোট চালু থাকবে। তাহলে কি এমন আছে এই নতুন নোটে? এর উত্তরে জানা যাচ্ছে নতুন ১০০ টাকার নোটটিও দেখতে হবে বর্তমান বেগুনি রঙের ১০০ টাকার নোটের মতনই।

   

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,নতুন নোট,100Rupees note,New Note,RBI

নতুন ১০০ টাকার নোটের বিশেষ বৈশিষ্ঠ হবে এই নোটে বার্নিশ কোটিং দেওয়া থাকবে। যার ফলে নোট হবে একেবারে ঝাঁ  চকচকে। শুধু তাই নয় সহজে ছিঁড়ে যাবে না বা নষ্ট হবে না এই নতুন ১০০ টাকার নোট। এর পাশাপাশি নতুন নোট সহজে জলে ভিজে যাবে না যার ফলে নোটের আয়ু আরো অনেক বেড়ে যাবে। জানা যাচ্ছে নতুন এই নোট যারা চোখে দেখতে পান না তাদের কথা মাথায় রেখে তৈরী করা হচ্ছে। আপাতত এই টুকুই জানা গিয়েছে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,নতুন নোট,100Rupees note,New Note,RBI

যেমনটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই অর্থবর্ষে ১কোটি নতুন ১০০ টাকার নোট ছাপানো হবে। তবে প্রথমেই বাজারে ছেড়ে দেওয়া হবে না এই নতুন নোট। প্রাথমিকভাবে কিছু নোট বাজারে ছাড়া  হবে নতুন ১০০ টাকার নোট। এরপর সেগুলি সফল হলে তবেই নতুন নোট বাজারে আনা হবে। আর নতুন নোট বাজারে এলে তার পর শুরু হবে পুরোনো নোট তুলে নেবার পক্রিয়া।

site