সারাদিনের ক্লান্তি মিটিয়ে মা ঠাকুমা কাকিমাদের বিনোদন বলতে এই ধারাবাহিক গুলিই। আর এতদিন পর্যন্ত তাদের অন্যতম পছন্দের ধারাবাহিক গুলির অন্যতম টোটা রায়চৌধুরী,ইন্দ্রাণী সেন, ঊষসী চক্রবর্তী অভিনীত শ্রীময়ী। সন্ধ্যে ৭ টা বাজলেই পরিবারের সকলে মিলেই শ্রীময়ী দেখতে ভীড় জমায় টিভির সামনে। বেজে ওঠে, “হঠাৎ অন্য হাওয়ায় একটু ভালোলাগায় ইচ্ছে কুড়োয় সুখ”।
শ্রীময়ী পরিবারের টানাপোড়েনের কারণ হিসেবে জুন আন্টি চরিত্রটির প্রাসঙ্গিকতা সকলেরই জানা। আসলে কোনো খল চরিত্র মানুষের মনে জ্বালা না ধরাতে পারলে তার সার্থকতা নেই। দীনবন্ধু মিত্রের বিখ্যাত নাটক ‘নীলদর্পণ’ অভিনয়ের সময় নীলকর সাহেব হিসেবে গিরিশ ঘোষকে দেখে দর্শকাসন থেকে জুতো ছুঁড়ে মেরেছিলেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর সেই জুতোই সযত্নে নিজের কাছে রেখে দিয়েছিলেন নাটকের সম্রাট। আসলে কোনো খল চরিত্র অভিনয়ের দক্ষতায় কতটা ‘নিষ্ঠুর’ হয়ে উঠতে পারলে মানুষের এহেন প্রতিক্রিয়া হয়।
খলচরিত্র হিসেবে ঠিক এই একই রকম সাফল্য অর্জন করলেন জুন আন্টি ওরফে অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, টিভিতে শ্রীময়ী চলাকালীন ‘জুন আন্টি’কে দেখে তেলে বেগুনে জ্বলে উঠে প্রথমে রিমোট দিয়ে, তারপর পায়ের চটি খুলে বেদম পেটালেন মহিলা। এমনকি জুনের প্রাক্তন স্বামী বা বলা ভালো শ্রীময়ীর স্বামীকেও জুতোপেটা করতে ছাড়েননি তিনি।
সোশাল মিডিয়ায় ভিডিয়োটি শেয়ার করে মহিলার ছেলে লেখেন ‘তেমন কিছু না। জুন আন্টির অভিনয় দেখে মা একটু উত্তেজিত হয়ে গিয়েছিল’। এই ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যদিও খল অভিনেত্রী হিসেবে এর থেকে বড় প্রাপ্তি ঊষসীর কিছুই হতে পারেনা, তিনি ‘জুন আন্টি’ চরিত্র চিত্রণে সফল৷