বাঙালি মানেই সিরিয়ালপ্রেমী, আর টেলিভিশনের জগতে অনেক সিরিয়াল এসেছে গেছে। তার মধ্যে কিছু সিরিয়াল এমন ছিল যা মানুষের মনে দাগ কেটে গিয়েছে। যেমন ধরুন এক কালের জনপ্রিয় বাংলা সিরিয়াল (Serial) ‘পটল কুমার গানওয়ালা’। বাবা হারা এক মিষ্টি মেয়ে তাঁর বাবাকে খুঁজে চলেছে আর ছোট্ট মেয়েটির বাবাকে খোজ ও গান নিয়েই ছিল সিরিয়ালের গল্প। গল্পে পটলের চরিত্রে অভনয় করেছিল খুদে অভিনেত্রী হিয়া দে (Hiya Dey)।
তবে হিয়াকে তার আসল নামের থেকে পটল নামেই লোকে বেশি চেনে। সিরিয়ালের ছোট্ট মেয়ে পটল এখন আর ছোট্ট নেই। সময়ের সাথে সাথে অনেক বড় ও পরিণত হয়েছে পটল ওরফে হিয়া। বর্তমানে অভিনয় জগতের সাথে পড়াশোনার জন্য কিছুটা দূরত্ব বজায় রেখেছে হিয়া। তবে, অভিনয়ের থেকে কি আর দূরে থাকা যায়! সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় পটোলকুমার। প্রায়শই নানা ধরণের ছোট ছোট ভিডিও ক্লিপ বানিয়ে তা শেয়ার করে হিয়া।
এই সমস্ত রিল ভিডিওর জেরে ইনস্টাগ্রামে হিয়ার ফলোয়ারের সংখ্যাও বেড়েছে হুড়হুড় করে। ইতিমধ্যেই ৩৮ হাজারেরও বেশি অনুগামী হয়ে গিয়েছে হিয়ার। বর্তমানে সোশ্যাল মিডিয়ার পর্দায় প্রায়শই দেখা যায় হিয়াকে। তবে যতদূর মনে পরে অভিনেত্রীকে শেষবার দেখা গিয়েছিল ‘আলোছায়া’ সিরিয়ালে। সেখানে ছোট্ট আলোর ভূমিকায় অভিনয় করেছিল হিয়া। বর্তমানে আর কোনো সিরিয়ালের সাথে যুক্ত নেই তবে আগামীতে পুনরায় দেখা যেতেই পারে।
কিন্তু মুশকিল হল, সোশ্যাল মিডিয়াতে যেমন ভালো দিক রয়েছে, তেমনি রয়েছে কিছু নেগেটিভ দিকও। সেলেব্রিটিদের মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে নানান কটাক্ষ থেকে শুরু করে কুরুচিকর মন্তব্যের শিকার হতে হয়। এ ধরণের খবর মাঝে মধ্যেই দেখতে পাওয়া যায়। এবার এই কুরুচিকর আক্রমনের শিকার হল হিয়া।
সম্প্রতি একটি ছবিতে ট্রোল করা হয়েছে পটলকুমার অভিনেত্রী হিয়াকে। ছবিতে পটলকুমার গানওয়ালা সিরিয়ালের হিয়ার কিছু ছবি ও বর্তমানের ইনস্টাগ্রাম রিল ও ছবি নিয়ে একটি মিম বানানো হয়েছে যেখানে পুরোনো ছবিগুলিকে বলা হয়েছে ‘কচি পটল’ আর বর্তমানে ছবিগুলিকে বলা হয়েছে ‘পাকা পটল’। ছোট বড় নির্বিশেষে বয়স বিবেচনা না করেই এই ধরণের মিম ও ট্রোলিং মাঝে মধ্যেই দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়ার পর্দায়। এবার সেই কুমন্তব্যের হাত থেকে রাখা পেল না হিয়াও।