বাংলা টেলিভিশনের অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। অভিনেত্রীর শরীরে দ্বিতীয়বার থাবা বসিয়েছিল ক্যান্সার। তবে হার মানেননি অভিনেত্রী। হাসি মুখেই দ্বিতীয়বার ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গেছেন। পাশে পেয়েছেন প্রেমিক সব্যসাচী চৌধুরীকে। বিগত ২৫শে মে অভিনেতা সব্যসাচী জানিয়েছিলেন এসপ্তাহেই অপারেশন হবে ঐন্দ্রিলার। সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে অপারেশন হয়ে গিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলার।
১৩ সেমি X ১১ সেমি X ৯ সেমি মাপের যে ক্যান্সারাস টিউমারটি ধরা পড়েছিল অভিনেত্রীর বুকের পাঁজরে সেটা বাদ দেওয়া হয়েছে। অপারেশন সফল হয়েছে, বর্তমানে ভালো আছেন অভিনেত্রী। তবে এতবড় একটা অপারেশনের পরে শরীর স্বাভাবিকভাবেই দুর্বল রয়েছে। তাই বর্তমানে আইসিইউতে আছেন অভিনেত্রী। অপারেশনের পর কিছুদিন ডাক্তারদের পর্যবেক্ষণেই থাকবেন অভিনেত্রী। এরপর শারীরিক পরিস্থিতি বুঝে ছুটি মিলবে হাসপাতাল থেকে।
প্রসঙ্গত, গত ১৪ই ফেব্রুয়ারি জানা যায় ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা। এরপর দিল্লির এক হাসপাতালে ভর্তি হন। সেখানে নানা পরীক্ষার পর জানতে পৰ যায় ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। তবে, এটা প্রথমবার নয় ২০১৫ সালেও ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। দীর্ঘদিন ধরে যুদ্ধের পর সুস্থ হয়েছিলেন। তবে দ্বিতীয়বার ক্যান্সার আক্রান্ত হয়েও হার মানেননি অভিনেত্রী। হাসি মুখেই যুদ্ধ চালিয়েছেন দ্বিতীয়বারেও।
হাসপাতালে দীর্ঘ তিন মাস কেমোথেরাপি নিয়েছেন অভিনেত্রী। কেমোর ফলে ক্যান্সারাস টিউমারের আয়তন অনেকটাই কমেছিল। এরপরেই ডাক্তারেরা অপারেশনের সিদ্ধান্ত নেন। তবে অপারেশনটি ছিল খুবই ঝুঁকিপূর্ণ, কারণ হৃদপিণ্ডের একেবারে কাছেই ছিল টিউমারটি। তবে এখন সেই সব বিপদ কেটে গিয়েছে। সুস্থ আছেন অভিনেত্রী। সকলের প্রার্থনায় দ্রুত সুস্থ হয়ে উঠুন অভিনেত্রী এটাই কামনা।