বাংলা সিরিয়াল (Bengali serial) থেকে ‘ওগো বধূ সুন্দরী’ দিয়ে কেরিয়ারের শুরু অল্প দিনের মধ্যেই নিজগুণে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান ঋতাভরী চক্রবর্তী (ritabhari Chakrabarty) । সেদিনের সেই ছটফটে ছোট্ট ললিতা আজকাল টলিপাড়ার নয়া সেনসেশন। অভিনয়ের পাশাপাশি চাবুক ফিগার, মিষ্টি হাসি, আবেদনময়ী চাহনি আর সাহসীকতার কারণে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। টলিউডের সিনেমার পাশাপাশি বলিউড, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিও সবমিলিয়ে তার কাজের অভাব নেই।
তবে কেবলমাত্র নায়িকা সত্তার বাইরেও অভিনেত্রী মানবিক সত্তাটাও এর আগে বারংবার চোখে পড়েছে। কখনোও পথশিশু দের দায়িত্ব নেওয়া, তো কখনো অনাথ বাচ্চাদের মাতৃস্নেহে কাছে টেনে নেওয়া, কলকাতার বিভিন্ন পাবলিক টয়লেটে ভেন্ডিং মেশিন বসানো থেকে এলাকার প্রবীণ নাগরিকদের পাশে দাঁড়ানো নিজের যথাসাধ্য দিয়ে অসহায়দের দিকে বারংবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) ।
এবার ইয়াসের তান্ডবে ফের লণ্ডভণ্ড হয়ে গিয়েছে গোটা বাংলা। উপলূলবাসীদের ভেসে গেছে ঘর, বাঁধ ভেঙে জলের তান্ডবে হারিয়েছে অসংখ্য অবলা পশু পাখিও। ইয়াসের আগেই অভিনেত্রীর আর্জি ছিল, আর্জি, অতি প্রবল ঘূর্ণিঝড়ে বাড়িতে কুকুর, বিড়াল আশ্রয় নিতে এলে অমানবিকদের মতো তাড়িয়ে দেবেন না প্লিজ। আপনার বাড়িতে একটু আশ্রয় দিন। ওদেরকে আশ্রয় দিন। ওদেরও প্রাণ আছে, দয়া করে মৃত্যুর মুখে ঠেলে দেবেন না।
ইয়াস ছেড়ে যাওয়ার পরেও অনেকেই বৃষ্টির আমেজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কবিতা, গান শেয়ার করেছেন কিন্তু এদিন অভিনেত্রী ফের তাদের একহাত নিয়েই বললেন। “সব বৃষ্টি রোমান্টিক হয়না, ভালো থাকুক উপকূলের ধারের মানুষেরা, ভালো থাকুন, সুস্থ থাকুন”।