• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সপ্তাহের সেরাই থাকল মিঠাই! খড়কুটোকে টপকে গেল রানী রাসমণি, দেখুন সম্পূর্ণ তালিকা

বাড়ির কাজ সেরে সন্ধ্যাপ্রদীপ জেলে বাড়ির সকলে মিলে আসর জমান টিভির সামনে। বাঙালির ঘরে সন্ধ্যে মানেই সিরিয়ালের (Serial) সময়। আসলে সিরিয়ালের কিছু গল্পের সাথে নিজের জীবনের গল্পকেও দেখতে পান অনেকে। সাংসারিক কূট কাচালি থেকে শুরু করে জীবনে চলার পথের সংগ্রাম নানান বাধা বিপত্তিরর মাঝেও এগিয়ে চলার গল্প থাকে এই সিরিয়াল গুলির মধ্যে।

কিছু সিরিয়ালের গল্পের চাহিদা বাকি সব সিরিয়ালের থেকে বেশি হয়, যেটা হল সেই সিরিয়ালের সাফল্যের মাপকাঠি। এই মাপকাঠির পরিমাপ হল টিআরপি (TRP)। টিআরপি দিয়েই নিরিধারিত হয় সিরিয়ালগুলোর ভাগ্য। আজ প্রকাশিত হল গতসপ্তাহের টিআরপি তালিকা। আর বিগত বেশ কিছু সপ্তাহের মত এবারেও ছক্কা হাকিয়েছে মিঠাই!

   

Mithai,Bengali Serial,মিঠাই,বাংলা সিরিয়াল,TRP,টিআরপি,mithai tops trp list for 6th time

এসপ্তাহের টিআরপি তালিকা প্রকাশ পেতেই দেখা গেল ১১.৯ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে মিঠাই। আর মিঠাইকে টেক্কা দিতে জনপ্রিয়তা বাড়িয়ে অপরাজিতা অপু ৯.৯ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থান দখল করল কৃষ্ণকলি। এসপ্তাহে কৃষ্ণকলির প্রাপ্ত টিআরপি পয়েন্ট ৮.৮। অন্যদিকে খড়কুটোর জনপ্রিয়তা একসময় তুঙ্গে থাকলেও কোথাও যেন খেই হারিয়েছে সিরিয়ালটি। এসপ্তাহে পঞ্চম স্থানে চলে গিয়েছে গুনগুনের খড়কুটো। দেখেনিন সম্পূর্ণ তালিকাঃ

করুণাময়ী রানী রাসমণি – ৮.১ চতুর্থ

খড়কুটো – ৭.৪ পঞ্চম

মহাপীঠ তারাপীঠ – ৭.৩ ষষ্ঠ

গঙ্গারাম – ৬.৯ সপ্তম

শ্রীময়ী – ৬.৫ অষ্টম

গ্রামের রানী বীণাপানি – ৫.৯ নবম

দেশের মাটি – ৫.৭ দশম

site