• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিরিয়ালে হয়েছে বিচ্ছেদ! নাম না জানা বিরহে অঝোরে কেঁদে চলেছে ‘দেশের মাটি’র কিয়ান

সিরিয়ালপ্রিয় বাঙালির মনের মনিকোঠায় নিজের জায়গা পাকা করেছে দেশের মাটি (Desher Mati)সিরিয়ালটি। সিরিয়ালে প্রতি চরিত্রের অনবদ্য অভিনয় যেন আলাদা মাত্রা এনে দিয়েছে গল্পে। সিরিয়ালটি মূলত নোয়া-কিয়ানকে নিয়ে হলেও বর্তমানে আরো একটি জুটি বেশ জনপ্রিয় হয়েছে সেটা হল রাজা-মাম্পি। এমনকি বলতে গেলে জনপ্রিয়তার নিরিখে হয়তো নোয়া-কিয়ানকে ছাপিয়ে গিয়েছে রাজা-মাম্পির জুটি। সিরিয়ালে বহু বাধা পেরিয়ে এক হতে চলেছিল রাজা-মাম্পি।

কিন্তু মুশকিল হল প্রেম শুরু হওয়া মাত্রই মুখার্জী পরিবারে বেজেছে বিচ্ছেদের সুর। একদিকে কিয়ান চলে যাচ্ছে নোয়াকে ছেড়ে। অন্যদিকে মাম্পিকেও চলে যেতে হচ্ছে  রাজাকে ছেড়ে। দুজনেই একই দিনে বাড়ি ছেড়ে চলে যাবে। তাহলে কি শেষ পর্যন্ত যেন এক হয়েও এক হতে পারল না তারা। এই নিয়ে নানান প্রশ্ন ঘুরছিল দর্শকদের মনে।

   

Desher Mati,Dibyojyoti Dutta,দেশের মাটি,বাংলা সিরিয়াল,দিব্যজ্যোতি দত্ত

 

সিরিয়ালের নতুন প্রোমোতে এই দৃশ্য দেখার পর থেকেই অসন্তুষ্ট দর্শকদের একাংশ। কিয়ান কাজের সূত্রে ফিরে যাচ্ছে বিদেশে, অন্যদিকে মাম্পি স্বরুপনগরের বাড়ি ছেড়ে যেতে না চাইলেও তাকে ফিরে যেতে হবে কলকাতায়।

সিরিয়ালের বিচ্ছেদের পর্বের মাঝে বাস্তবে কেঁদে উঠলেন কিয়ান অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)। কিন্তু কেন? আসলে নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে একটি রিল ভিডিও শেয়ার করেছেন অভিনেতা দিব্যজ্যোতি। ভিডিওটি অঝোরে কাঁদতে দেখতে পাওয়া যাচ্ছে অভিনেতাকে। আর ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘কোন এক নাম না জানা বিরহ’। আসলে রিল ভিডিও বানানোর উদ্দেশ্যেই এই ভিডিওটি হয়তো বানানো হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Dibyojyoti Dutta (@dibyojyoti_dutta_)

তবে ভিডিওটি শেয়ার হবার মাত্র কয়েকঘন্টার মধ্যেই ভিডিওটি বেশ ভাইরাল হয়ে পড়েছে। সহজে অভিনেতার অনুরাগীরা তাকে কাঁদতে দেখে রীতিমত চিন্তায় পরে গিয়েছে। ভিডিও দেখে অনেকেই মন্তব্য করেছেন এভাবে কেঁদো না, তোমাকে এভাবে কাঁদতে দেখে যে আমাদের কান্না পেয়ে যাচ্ছে।

site