• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বৃষ্টির দিনে সহ অভিনেত্রীদের সাথে নাচে মেতেছে মিঠাই, মুহূর্তে ভাইরাল ভিডিও

বর্তমানে বাংলা সিরিয়ালের জগতে সবচাইতে জনপ্রিয় সিরিয়াল বলতে যে মিঠাই সেটা আর বলার অপেক্ষা রাখে না। সিরিয়ালের জনপ্রিয়তা যে সব থেকে বেশ সেটা টিআরপি তালিকা দেখলেই প্রমাণ মেলে। প্রতি সপ্তাহেই ছক্কা হাঁকাচ্ছে মিঠাই। সত্যি বলতে কি অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর (Soumitrisha Kundu) দুর্দান্ত অভিনয় যেন মন্ত্রমুগ্ধ করেছে বাঙালি দর্শকদের। সিরিয়ালে মিষ্টি বিক্রেতা মিঠাইয়ের বিয়ে হয়েছে মোদক পরিবারের উচ্ছেবাবু থুড়ি সিদ্ধার্থর সাথে।

দাদুর কথা মত মিঠাইকে বিয়ে করেছে সিদ্ধার্থ। তবে প্রথম থেকেই সম্পর্কটাকে মেনে নিতে রাজি নয় সে। এদিকে দর্শকদের মত মোদক পরিবারেও চলেছে মিঠাই ম্যাজিক বাড়ির সকরলের মন জিতে নিয়েছে মিঠাই। এমনকি ইদানিং সিদ্ধার্থর মনেও মিঠাইয়ের জন্য প্রেম বাড়ছে নিজের অজান্তেই। ডিভোর্স পেপারে সই করার পর যেন আরো বেশি করে মিঠাইয়ের বাঁধনে বাধা পরে চলেছে সিদ্ধার্থ। ইতিমধ্যেই মিঠাইয়ের সাথে ডিভোর্সের জন্য কোর্টে যাবার জন্য তৈরী হচ্ছে সিদ্ধার্থ।

   

মিঠাই Mithai Dancing video

মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ইদানিং বেশ সক্রিয়। মাঝে মধ্যেই নানান ছবি থেকে শুরু করে ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। যা বিশাল ফ্যান ফলোয়িং হবার দরুন মুহূর্তেই মধ্যেই ভাইরাল হয়ে পরে। সম্প্রতি জিবাংলার অফিসিয়াল ইনস্টাগ্রাম থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে মিঠাই সহ তোর্সা ও আরেক সহ অভিনেত্রীকে একত্রে নাচতে দেখা যাচ্ছে।

তিন অভিনেত্রী মিলে, বিখ্যাত হিন্দি ছবি ‘পদ্মাবত’ এর গান ‘নয়নো ওয়ালে নে’ গানে নাচের ভিডিও ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। হাজারো মিঠাইপ্রেমী ভিডিওটি লাইক করেছেন। তবে বর্তমানে মিঠাই সিরিয়াল খুবই ধীরে ধীরে এগোচ্ছে এই নিয়ে দর্শকদের মধ্যে বেশ হতাশা তৈরী হয়েছে।

প্রসঙ্গত, বর্তমানে করোনা ভাইরাসের জেরে রাজ্যে লকডাউন চলছে, যার জেরে টলিপাড়ায় বন্ধ শুটিং। তাই হয়তো সিরিয়ালে গল্পের গতি খানিকটা ধীরে করে দেওয়া হয়েছে। বাকি সিরিয়ালের থেকে মিঠাই সিরিয়ালের কিছু পর্ব আগে থেকে শুটিং করা রয়েছে তাই দর্শকরা নতুন পর্ব দেখতে পাচ্ছে। সেই পর্ব শেষ হয়ে গেলে কি হবে সেটাই এখন দেখার বিষয়।

site