• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জেল থেকে ছাড়া পেয়ে বিধবার বেশে শ্রীময়ীতে ফিরল জুন আন্টি, সম্পর্ক কি হবে? শুরু জল্পনা

বাঙালি দর্শকদের পছন্দের সিরিয়ালের মধ্যে একটি হল শ্রীময়ী (Sreemoyi)। দীর্ঘদিন ঘরে বাঙালির বিনোদনের রসদ জোগাড় করে আসছে এই সিরিয়ালটি। কিছুদিন আগেই ৬০০ পর্ব পেরিয়েছে সিরিয়াল। সেই উপলক্ষে একটা ছোট খাটো পার্টির আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন লেখিকা লীনা গাঙ্গুলি থেকে শুরু করে শ্রীময়ী অভিনেত্রী ইন্দ্রানী হালদার (Indrani Haldar), টোটা রায়চৌধুরী (Tota Raychoudhury), ও আরো অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। পার্টিতে লেখিকার কাছে সিরিয়ালের রোহিতকে পাবার আর্জি জানিয়েছিলেন শ্রীময়ী অভিনেত্রী নিজেই।

শুধু তাই নয় নিজের মন খারাপের কথা জানিয়ে শ্রীময়ী অভিনেত্রী জানিয়েছিলেন সিরিয়ালে জুন আন্টিকে বড় মিস করছেন। কারণ মাঝে দীর্ঘদিন দেখা মেলেনি জুন আন্টির। তাই লেখিকা থেকে শুরু করে চ্যানেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিলেন জুন আন্টিকে ফেরানোর জন্য। আর এবার শীঘ্রই শ্রীময়ীর সেই ইচ্ছা পূরণ হতে চলেছে। সিরিয়ালে শীঘ্রই ফিরছে জুন আন্টি।

   

শ্রীময়ী sreemoyi

কিছুদিন আগে ‘মালিককে গিয়ে বল জুন আন্টি ফিরে এসেছে’ এই ডায়লগ দিয়েই নিজের সিরিয়ালে ফেরার বার্তা দিয়েছিলেন জুন আন্টি অভিনেত্রী উষসী চক্রবর্তী (Ushasie Chakraborty)। যা বেশ কদিন ট্রেন্ডিং ছিল সোশ্যাল মিডিয়াতে। তবে এবার সিরিয়ালের নতুন প্রোমো সামনে এল। প্রোমোতে দেখা যাচ্ছে জুন আন্টিকে। অর্থাৎ দীর্ঘদিন পর জেল থেকে ছাড়া পেয়ে সিরিয়ালে ফিরেছে জুন আন্টি। প্রোমোটে সাদা কাপড়ে দেখতে পাওয়া গেছে জুন আন্টিকে।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

এখন প্রশ্ন হল কি হিসাবে শ্রীময়ীর পরিবারে ফিরছে জুন আন্টি? দর্শক তথা নেটিজেনদের একাংশের মতে শ্রীময়ীতে বহুবার এক দেওরের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু তাকে আজপর্যন্ত দেখা যায়নি কোনোদিন সিরিয়ালে। হয়তো অনিন্দ্যর ছোট ভাইকে বিয়ে করে সিরিয়ালে ফিরতে পারে জুন আন্টি। তবে হাজারো প্রশ্ন আর হাজারো উত্তর সামনে এলেও আসল ঘটনা কেবল লেখিকাই জানেন। কিভাবে তিনি জুন আন্টিকে ফেরাবেন সেটা সম্পূর্ণ তার উপরই নির্ভর করছে।

Sreemoyi,Indrani Haldar,June Aunty,Ushasie Chakraborty,Bengali Serial,বাংলা সিরিয়াল,শ্রীময়ী,জুন আন্টি,ইন্দ্রানী হালদার,ঊষসী চক্রবর্তী

এদিকে জুন আন্টির প্রবেশের প্রমো সামনে আসতেই নেটিজেনদের মধ্যে কানাঘুষো শুরু হয়েছে। তাহলে কি সতীন এবার যা হবে? আবার কেউ বলছেন জাম্বো আর জুন আন্টি যে মিশে গেল। এবার আসলে গল্প কোন দিকে এগোবে সেটা  সিরিয়াল এগোলেই দেখতে পাওয়া যাবে।

site