বাংলা টেলিভিশনের অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। ‘জিয়নকাঠি’ সিরিয়ালের অভিনয়ের জেরে বেশ জনপ্রিয় তিনি। অভিনেত্রীর জীবনের কাহিনী কোনো ফিল্মের থেকে কম নয়। ২০১৫ সালে মারণরোগ ক্যান্সারের বিরুদ্ধে জয় লাভ করেছিলেন অভিনেত্রী। কিন্তু ফের শরীরে থাবা বসিয়েছে ক্যান্সার। বেশ কিছুদিন আগে হটাৎই বুকে যন্ত্রণা হবার কারণে হাসপাতালে ভর্তি হয়েই জানতো পারেন ক্যান্সার আক্রান্ত তিনি।
এরপর দিল্লির এক হাসপাতালে বিগত চার মাস চিকিৎসা চলেছে ক্যান্সারের। নারীদের সৌন্দর্যের প্রতীক একমাথা ঘন কালো চুল কেটে ফেলেছিলেন অভিনেত্রী। তবে ভেঙে পরেননি, কারণ অভিনেত্রী পাশে পেয়েছিলেন তার এক বান্ধবীর ও প্রেমিক সব্যসাচী চৌধুরীকে (Sabyasachi Chowdhury)। সাব্যসাচীকে আমরা বামাখ্যাপা হিসাবেই চিনি। এমন কঠিন সময়ে প্রেমিকার পাশে দাঁড়িয়ে তার হাত ধরেছেন অভিনেতা।
অভিনেত্রীর সম্পর্কে জানতে পাড়ার পর থেকেই সকলের মনে একটা উদ্বেগের সৃষ্টি হয়েছিল। বর্তমানে কেমন আছেন অভিনেত্রী? ক্যান্সারের চিকিৎসা কেমন চলছে? এই ধরণের নানান প্রশ্ন ছিল ঐন্দ্রিলা-সব্যসাচী অনুরাগীদের মধ্যে। সম্প্রতি সেই সমস্ত প্রশ্নের উত্তর দিলেন সব্যসাচী। একটি ফেসবুক পোস্টের মাধ্যমে ঐন্দ্রিলার লড়াই সম্পর্কে বিস্তৃত জানিয়েছেন অভিনেতা। অবশ্য অভিনেত্রীর থেকে অনুমতি নিয়ে তবেই কথাগুলি জানিয়েছেন সব্যসাচী সেকথা একেবারে শুরুতেই জানিয়েছেন।
তিনি লিখেছেন, ‘১৩ সেমি X ১১ সেমি X ৯ সেমি মাপের একটি মাংসপিন্ড বুকের পাঁজরে নিয়ে ঘুরে ফেব্রুয়ারী অবধি চুটিয়ে অভিনয় করেছে, ফাটিয়ে ঝগড়া করেছে ঐন্দ্রিলা। রীতিমতন দাপিয়ে বেরিয়েছে স্কুটি চালিয়ে। পাশে থেকেও একটিবারের জন্যে বুঝতেও পারিনি। গত চার মাস কেমোথেরাপি চলার পর টিউমারটা প্রায় অর্ধেক আয়তনে নেমে এসেছে। ওষুধ এবং খাদ্যের নিয়মানুবর্তিতা আর ওর শৃঙ্খলাবোধ থেকেই তা সম্ভবপর হয়েছে। এই সপ্তাহে ওর সার্জারি হবে এবং ডাক্তারের কথায় তা যথেষ্ট ক্রিটিকাল’।
পোস্টের শেষে যেমনটা জানিয়েছেন অভিনেতা, বর্তমানে ক্যান্সারের সাথে লড়াইয়ে অনেকটাই সফল অভিনেত্রী ঐন্দ্রিলা। তবে অপারেশন করতে হবে, যেটা এই সপ্তাহেই হবে। তাই অভিনেত্রীর অনুগামীদের প্রতি আবেদন জানিয়েছেন সব্যসাচী যাতে সকলে প্রার্থনা করেন। প্রার্থনা করেন যাতে ঐন্দ্রিলার সুন্দর হাসিটা অটুট থাকে। পোস্টটি ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে পড়েছে। বহু অনুরাগী করেছেন যাতে খুব শীঘ্রই সুস্থ হয়ে ওঠেন ঐন্দ্রিলা। পোস্টটিতে অভিনেতা বিশ্বজিৎ ঘোষ, অভিনেত্রী দেবচন্দ্রিমা রায় ও স্বাগতা মুখার্জীও মন্তব্য করে জানিয়েছেন শীঘ্রই সুস্থ হয়ে যাবে ঐন্দ্রিলা।