কাজের থেকে অনেক বেশি বিতর্কিত কার্যকলাপের কারণে শিরোনামে থাকেন রাখি সাওয়ান্ত। মাঝেমধ্যেই এমন একেকটা কাজ করে বসেন তিনি যার কারণে নেটিজেনদের একাংশ তাকে ‘ড্রামা ক্যুইন’ বলে ডাকন। সব বিষয়েই নিজের মতামত জাহির করতে পছন্দ করেন তিনি। কারোর ধার ধারেননা তিনি যখন যা মনে হয় তাইই করেন। এবারেও এমনই এক কান্ড ঘটালেন রাখি।
রাখি মানেই সেখানে হাজির হয় একঝাঁক পাপারাজ্জি। কেননা অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের মত ‘তারকা’সত্তা না দেখিয়ে তাদের বেশ বিনোদন দেন রাখি সাওয়ান্ত।
View this post on Instagram
সম্প্রতি একটি কফি শপে কফি খেতে গিয়েছিলেন রাখি, আর সেখানেই তাকে ছেঁকে ধরেন পাপারাজ্জিরা। তাদের দেখলেই হাসি মুখে পোজ দেন রাখি, কখনো কখনো তো খোশগপ্পোও শুরু করেন। রাখিকে অনেকে অপছন্দ করলেও তার সরল মনের জন্য তিনি মুখে যা আসে তাইই বলে দেন।
View this post on Instagram
এদিন যেমন এক পাপারাজ্জি দূর থেকে তার ছবি তোলায় তিনি বলে ওঠেন, ‘দূর থেকে আমি পুরো ঐশ্বর্য রাই, কাছে এলেই রাখি সাওয়ান্ত’। এমনকি তিনি এও বলেন, অভিনেত্রী হওয়ার যোগ্যতা তার নেই, তাই তিনি যা তা নিয়েই খুশি আছেন। ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল এই ভিডিও।