• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্বামী হিসাবে তামিল ছেলেই চান সুন্দরী রশ্মিকা মান্দানা, কারণ জানলে অবাক হবেন!

Published on:

Rashmika Mandana রশ্মিকা মান্দানা

গ্ল্যামার দুনিয়ায় তথা আজকের তরুণ প্রজন্মের কাছে রশ্মিকা মন্দনা (Rasgmika Mandana)একটি পরিচিত নাম। বর্তমানে নামের থেকে বেশি জাতীয় ক্রাশ নামে পরিচিত রশ্মিকা। গুগল যদি আপনি ইন্ডিয়ান ন্যাশনাল ক্রাশ টাইপ করেন তাহলে রেজাল্টে রশ্মিকা মান্দানাকেই দেখতে পাবেন।

মজার বিষয় হল রশ্মিকা মন্দনা কিন্তু মোটেও বলিউডের কোনো অভিনেত্রী নন। কিন্তু বলিউডের দীপিকা, কারিনা বা দিশা পাটানির মত অভিনেত্রীদের পিছনে ফেলে দিয়েছেন এই রশ্মিকা মান্দানা। আসলে রশ্মিকা হলেন দক্ষিণী সিনেমার অভিনেত্রী। ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ নামক কন্নড় ছবির মধ্যে দিয়ে অভিনয়ের জগতে প্রকাশ্যে আসেন।

Rashmika Mandana,রশ্মিকা মান্দানা,South Indian Actress,India's Crush,Tamil Actress

কন্নড় ছাড়াও তেলেগু ভাষার ছবিতে কাজ করেছেন অভিনেত্রী। অভিনেত্রীর অভিনয় ব্যাপক ভাবে দর্শকমনে দাগ কেটেছে। যার ফলে খুব অল্প সময়ের মধ্যেই বিশাল জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী। অভিনেত্রী এতটাই জনপ্রিয় হয়ে গিয়েছেন যে ইতিমধ্যেই ১৭ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে অভিনেত্রীর। যা কিনা অনেক বলিউড সেলেব্রিটিদেরকেও লজ্জায় ফেলে দিতে পারে।

Rashmika Mandana,রশ্মিকা মান্দানা,South Indian Actress,India's Crush,Tamil Actress

তবে অভিনেত্রীর অনুগামীদের মনে সর্বদাই একটা প্রশ্ন ঘুরে বেড়াই। সেটা হল এমন সুন্দরী অভিনেত্রীর মনের রাজা কে হবেন!

Rashmika Mandana,রশ্মিকা মান্দানা,South Indian Actress,India's Crush,Tamil Actress

অভিনেত্রী কিন্তু এবিষয়ে খানিক হিন্ট দিয়েছেন নিজের অনুগামীদের। কোটি কোটি পুরুষের হৃদয় জোর করা অভিনেত্রী নিজের জীবনসঙ্গী হিসাবে এক তামিল পুরুষকেই চান। হ্যাঁ, ঠিকই শুনেছেন কোনো বিদেশী বা সুন্দর পাত্র নয়।

Rashmika Mandana,রশ্মিকা মান্দানা,South Indian Actress,India's Crush,Tamil Actress

সুন্দরী অভিনেত্রী রশ্মিকাকে বিয়ে করতে হলে পাত্রের তামিল হওয়াটা সবচাইতে বেশি জরুরী। এবার অনেকের মনেই প্রশ্ন জাগতেই পারে কেন এমনটা চান অভিনেত্রী? এর উত্তরও দিয়েছেন অভিনেত্রী।

Rashmika Mandana,রশ্মিকা মান্দানা,South Indian Actress,India's Crush,Tamil Actress

রশ্মিকা জানিয়েছেন, তামিল সংস্কৃতি তাকে মুগ্ধ করেছে। তার থেকেও বড় কথা হল তামিল খাবারের প্রতি প্রেমেই পড়ে গিয়েছেন অভিনেত্রী। সেই কারণেই অভিনেত্রী বলেছেন, ‘বিয়ে যদি করি তাহলে তামিল পাত্রকেই করব। তামিল ছেলে না হলে বিয়েই করব না’। এখন এটাই দেখার যে ভবিষ্যতে কি হয় সেই ভাগ্যবান।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥