• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সত্যি শেষ হচ্ছে রানী রাসমণি? এরপর কি করবেন রানীমা! প্রশ্নের উত্তর দিলেন দিতিপ্রিয়া

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘করুণাময়ী রানী রাসমণি’। সিরিয়ালে রানীমার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। দর্শকদের ভালবাসায় দেখতে দেখতে দীর্ঘ কয়েক বছর কাটিয়ে অনেক অসাধ্য সাধন করেছে সিরিয়ালটি। ইংরেজ আমলে ইংরেজদের সাথে লড়াই থেকে শুরু করে দক্ষিণেশ্বরের মন্দিরের নির্মাণ। এছাড়াও সিরিয়ালে রামকৃষ্ণের নানা বাণী ও মত সিরিয়ালের দর্শকদের বেশ পছন্দের।

কিন্তু সম্প্রতি একটা গুঞ্জন কানে আসছে ২০১৮ সালে শুরু হওয়া রানী রাসমণি সিরিয়াল নাকি শেষ হতে চলেছে। এই গুঞ্জনের সূত্র টলিপাড়া সেখান থেকেই জল্পনা ছড়িয়েছে জেগে হয়তো শীঘ্রই শেষ হতে চলেছে রানী রাসমণি সিরিয়াল টি। সিরিয়ালের গল্প অনুযায়ী জীবনের শেষ সময়ে এসে গিয়েছে রাণীমার। রানী রাসমনির ঐতিহাসিক কাহিনীও একই কথা বলে। এই সময়েই রানীমার জীবনাবসান হয়েছিল। আর ঐতিহাসিক কাহিনীর সাথে তাল মিলিয়ে সিরিয়ালের নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে।

   

দিতিপ্রিয়া রায় Ditipriya Roy Rani Rashmoni রাণী রাসমণি

প্রোমোতে দেখা যাচ্ছে মা ভবতারিণী রাণীমাকে নিজের কাছে ডাকছেন। অর্থাৎ রানী রাসমণির জীবনাবসান নিকটে এসেছে। যদি তাই হয় তাহলে রানী রাসমণিকে আর দেখা যে যাবে না সিরিয়ালে। রাণীমাকে ছাড়া সিরিয়ালেরও শেষ হয়ে যাবারই কথা। তাই সকলের মনেই প্রশ্ন যে তবে কি শেষ হচ্ছে রানী রাসমণি? যদিও এই প্রশ্নের উত্তরে পরিচালক রাজেন্দ্র প্রসাদ (Rajendra prasad) এর থেকে জানা যাচ্ছে রানীমার পর্ব শেষ হচ্ছে এটা ঠিক। তবে সিরিয়াল চালিয়ে যাওয়া হবে কি না সেটা সম্পূর্ণ চ্যানেলের সিদ্ধান্ত সে সম্পর্ক এখনই কিছু বলা হচ্ছে না।

Ditipriya Ray,Rani Rashmoni,Bengali Serial,দিতিপ্রিয়া রায়,বাংলা সিরিয়াল,রানী রাসমণি,Rani Rashmoni Serial ending soon what Ditipriya has to say

অন্যদিকে রানীমা অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের মতে, বিগত তিন বছর ধরে সিরিয়ালে অভিনয়ের সূত্রে পরিবারের মত হয়ে গিয়েছিল সকলে। মাধ্যমিক দেবার সময় থেকে গ্রাডুয়েশন পর্যন্ত পড়াশোনা আর সিরিয়ালে অভিনয় নিয়েই কেটেছে। সেখানে সিরিয়াল শেষ হয়ে গেলে মন খারাপ হবে সেটাই স্বাভাবিক। তবে গল্পের নিয়ম অনুযায়ী তার চরিত্রের প্রয়োজন শেষ হলে সেটাও মেনে নিতেই হবে। সিরিয়ালের শুটিং বর্তমানে বন্ধ রয়েছে লকডাউনের কারণে, তবে শুটিং  আর আদৌ হবে কিনা তা এখনো অজানাই রয়ে গিয়েছে।

Ditipriya Roy

তবে, সিরিয়াল শেষ হলে যে অভিনয় জগৎ থেকে বিদায় নেবেন দিতিপ্রিয়া তা কিন্তু একেবারেই নয়। ইতিমধ্যেই সিনেমায় অভিনয়ের অফার পেয়ে গিয়েছেন দিতিপ্রিয়া। টলিউডের পরিচালক পাভেলের আগামী ছবিতে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে। জানা যাচ্ছে ইতিমধ্যেই লকডাউনের সুযোগে ছবির চিত্রনাট্য লেখার কাজও শুরু করে দিয়েছেন পাভেল।

site