ভারতীয় টেলিভিশন রিয়্যালিটি শো এর মধ্যে অন্যতম একটি হল ইন্ডিয়ান আইডল (Indian Idol)। বিগত বেশকিছু দিন ইন্ডিয়ান আইডল ১২ বেশ চর্চায় চলে এসেছে সোশ্যাল মিডিয়াতে। কারণ ইন্ডিয়ান আইডল কিশোর কুমারকে (Kishore Kumar) নিয়ে আয়োজিত বিশেষ পর্বে স্পেশাল অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত ছিলেন কিশোর কুমারের ছেলে অমিত কুমার (Amit Kumar)। তিনি এক সাক্ষাৎকারে জানান যে একেবারেই উপভোগ করেননি অনুষ্ঠান।
সাক্ষাৎকারে তিনি এও বলেন যে শো কর্তৃপক্ষের কথা মত শুধু প্রতিযোগীদের প্রশংসা করে যেতে হয়েছে। এরপর থেকেই নানান বিতর্কের শুরু হয়েছিল। কিন্তু এবার আরো এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে ইন্ডিয়ান আইডলের মঞ্চ থেকে। রিয়্যালিটি শো এর সঞ্চালক আদিত্য নারায়ণ (Aditya Narayan) নিজেই এই কথা প্রকাশ্যে এনেছেন। তার মতে শোতে মিথ্যা প্রেমের নাটক দেখানো হয়েছে যাতে দর্শকদের আরো বেশি করে আকৃষ্ট করা যায় ও টিআরপি বাড়ানো যায়।
হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইন্ডিয়ান আইডল ১২ এর মঞ্চে দুই প্রতিযোগী পবনদীপ রঞ্জন- অরুনিতা কাঞ্জিলালের মধ্যে প্রেমের সম্পর্ক দেখানো হয়েছে। যেটা সম্পূর্ণ মিথ্যে নাটক। ক্রিয়েটিভ টিমের কথা মত দর্শকদের আকৃষ্ট করতে এই প্রেমকাহিনী দেখানো হচ্ছে। বলিউড স্পাই নামক এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে আদিত্য নারায়ণ নিজেই এই কথা স্পষ্ট করে দিয়েছেন।
সাক্ষাৎকারে আদিত্য বলেন, ‘হ্যাঁ আমরা মজা করি। লোকেদের মতে আমরা রিয়্যালিটি শো এর মধ্যে মিথ্যে প্রেমের গল্প দেখানোর চেষ্টা করি। আমরা কি কখনো বলেছি যে সেটা আমরা করি না? আমরা প্রেমকাহিনী তৈরী করি শো এর মধ্যে, এটা ঠিকই। তেমনি এটাও ঠিক যে সেটা আপনারা উপভোগ করেন। তাই না? তাছাড়া প্রতিযোগীদের অনেকের মধ্যেই কিছু সম্পর্ক ঘটে থাকে। আমরা তাদের জন্য শুভ কামনা জানাই। যদি না ঘটে তাহলে সেটা তাদের ব্যাপার।’
অবশ্য ইন্ডিয়ান আইডলের মঞ্চে মিথ্যে প্রেমের গল্প এই প্রথম নয়। এর আগে গায়িকা তথা বিচারক নেহা কক্করের সাথে আদিত্য নারায়ণের প্রেম কাহিনী নিয়ে মিথ্যে নাটক দেখানো হয়েছিল। দেখানো হয়েছিল দুজন দুজনের প্রেমে পড়েছেন। নেহা ও আদিত্য নাকি বিয়ে পর্যন্ত করতে রাজি হয়ে গিয়েছিলেন। দুই পরিবার মঞ্চে এসে আশীর্বাদ করেছিল নেহা ও আদিত্যকে। পরে জানা যায় পুরোটাই ছিল টিআরপির জন্য একটি সাজানো নাটক মাত্র।