নোবেল ম্যান (Noble Man) যাকে এক ডাকে দুই বাংলার লোক নোবেল বলেই চেনে। ভারতীয় বাংলা বিনোদন চ্যানেলে নোবেলের ঐতিহাসিক পারফরম্যান্স জনপ্রিয়তার এমন এক শিখরে পৌঁছেছে যে বাংলা গানের জগতে আবির্ভাব ঘটেছে এক নক্ষত্রের। নোবেলের আসল নাম মইনুল আহসান নোবেল (Mainul Ahsan Noble)। গানের দিক থেকে নাম করলেও মাঝে মধ্যেই বিতর্কে জড়িয়ে পড়েন বাংলাদেশী এই গায়ক।
সাম্প্রতিক কালে নোবেল নিজের ফেসবুক হ্যান্ডেলে সমসাময়ীক রাজনৈতিক পরিস্থিতি, সংস্কৃতি, এবং নিজের ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে যেসমস্ত পোস্ট করেছেন তা থেকেই আন্দাজ করা যাচ্ছিল গায়কের মানসিক বিচ্যুতির প্রসঙ্গ।
কখনো নিজের গানের প্রচারের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কুরুচিকর মন্তব্য আবার কখনো বাংলাদেশের রকস্টার জেমসকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল মন্তব্য। এমনকি ওপার বাংলার নামী সাংবাদিককে ফোনে হুমকি দিতেও ছাড়েননি তিনি।
তার এই কান্ডের জেরে বারংবার হাসির পাত্র-ও হয়েছেন তিনি। অনেকেই আবার ক্ষোভ-ও উগড়ে দিয়েছেন তার প্রতি। বৃহস্পতিবার পাবনার এক বিখ্যাত মানসিক হাসপাতাল থেকে নিজের ভিডিয়ো পোস্ট করেন বাংলাদেশের এই কন্ট্রোভার্সি বয়।
সোশ্যাল মিডিয়ায় নোবেলের শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে., মানসিক হাসপাতালে চেম্বারে চিকিৎসাধীন কয়েকজনের সঙ্গে গ্রিলের এপারে দাঁড়িয়ে গলা ছেড়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত সোনার বাংলা গাইছেন। ক্যাপশনে নোবেল লিখেছেন, ‘নোবেল ম্যানের ‘জাতীয় সঙ্গীত’ পরিবেশনা। মানসিক হাসপাতাল, পাবনা, বাংলাদেশ।’