• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একসময় ফাঁকা বাড়িতে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছিলেন সালমান খান!

Published on:

Salman Khan,Bollywood,Bollywood Gossip,সালমান খান,বলিউড,বলিউড গসিপ,salman khan was once caught in lovers empty house by parents

বলিউডের জনপ্রিয় প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন হলেন সালমান খান (salman khan) তাঁর অভিনয় নিয়ে নতুন করে বলার কিছু নেই। তাঁর ভক্তের সংখ্যা অগণিত। যতদিন যাচ্ছে ততই যেন নিজেকে অন্যরকম ভাবে মেলে ধরছেন এই অভিনেতা। তাঁকে একটিবার দেখার জন্য পাগল না জানি কত মেয়ে।

সম্প্রতি কিছুদিন আগেই ৪৮ পা দিয়েছেন বলিউডের এই মোস্ট এলিজেবেল ব্যাচেলার। জীবনে নাম, যশ, খ্যাতি কোনো কিছুরই অভাব নেই তাঁর। অভাব শুধু জীবনসঙ্গীর। আজ ভালোবাসার দিনে যেখানে প্রত্যেকেই তাঁর ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটাচ্ছেন সেখানে বলিউডের এই প্রভাবশালী অভিনেতা দিন কাটাচ্ছেন একা একা।

Salman Khan,Bollywood,Bollywood Gossip,সালমান খান,বলিউড,বলিউড গসিপ,salman khan was once caught in lovers empty house by parents

এখনও অবধি বিয়ের ফুল ফোটেনি তাঁর জীবনে। আর আদেও ফুটবে কিনা সে নিয়ে বেশ সন্দেহ রয়েছে তাঁর ভক্তদের মনে। তবে, অভিনেতা বিয়ের পিঁড়িতে না বললেও তাঁর জীবনে এসেছে অনেক নারী। তবে, ভাগ্যের দোষে কেউই তাঁর জীবনে দীর্ঘস্থায়ী হতে পারেনি। তাঁর সঙ্গে প্রেমের সম্পর্কে নাম জড়িয়েছে অনেক নারীর।

Salman Khan,Bollywood,Bollywood Gossip,সালমান খান,বলিউড,বলিউড গসিপ,salman khan was once caught in lovers empty house by parents

সম্প্রতি নিজের জীবনে ঘটে যাওয়া অতীতের কিছু কথা প্রকাশ্যে এনেছেন ভাইজান। জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দশ কা দম’ এর মঞ্চে এসেই নিজের জীবনের কিছু চমকদার তথ্য সামনে এনেছেন সালমান খান। তিনি বলেন, বহু বছর আগে একবার এক প্রেমিকার বাড়িতে দেখা করতে গিয়েছিলম। বাড়ি ফাঁকা জেনেই প্রেমিকার সাথে দেখা করতে গিয়েছিলেন সালমান। কিন্তু মুশকিল হল তার বাবা মা হটাৎই বাড়ি ফিরে আসে।

Salman Khan,Bollywood,Bollywood Gossip,সালমান খান,বলিউড,বলিউড গসিপ,salman khan was once caught in lovers empty house by parents

এমন পরিস্থিতিতে লুকানো ছাড়া অন্য কোনো  উপায় না পেয়ে শেষমেশ  আলমারির ভিতরে লুকিয়ে পড়েছিলেন সালমান খান। সেখানেই বাধে বিপত্তি, আলমারির ভিতরটা ছিল ধুলোয় ভর্তি। যেকারণে নিজেকে সামলাতে না পেরে জোর হাঁচি ফেলে হাতেনাতে ধরা পরে গিয়েছিলেন সালমান খান। তবে কপাল ভালো ছিল যে প্রেমিকার বাবা সালমানকে অপছন্দ করতেন না। তাই  সে যাত্রায় বেঁচে গিয়েছিলেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥