• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জামার চিহ্নটুকু নেই শরীরে! নামমাত্র কাপড়ে বক্ষদেশ ঢাকা রাইমা সেনের ছবিতে তোলপাড় নেটপাড়া

Published on:

Raima Sen রাইমা সেন

মা মুনমুন সেন (Mummum Sen), দিদিমা সুচিত্রা সেন (Suchitra Sen) এই ঐতিহ্যের বাহক হলেও নিজের অভিনয়ের দক্ষতা এবং ব্যক্তিত্ব দিয়েই টলিউডে নিজের আসন পোক্ত করেছেন অভিনেত্রী রাইমা সেন (Raima Sen)। একেরপর এক জনপ্রিয় সিনেমার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন রাইমা। ঋতুপর্ণ ঘোষ থেকে সৃজিত মুখার্জি প্রত্যেকের ছবিই একাধিকবার হয়ে উঠেছে রাইমা নির্ভর। ভাঙা ভাঙা বাংলা উচ্চারণেই তিনি মন জিতেছেন আপামর বাঙালির, তার চোখের জাদুতেও কাত ভক্তবৃন্দ।

হইচই সহ একাধিক ওটিটি প্ল্যাটফর্মে ছোট ছবি, ওয়েব সিরিজে চুটিয়ে অভিনয় করেছেন রাইমা সেন। বাংলার পাশাপাশি হিন্দি, তামিল সিনেমাতেও নিজের জায়গা পোক্ত করে নিয়েছেন অভিনেত্রী। বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে একাধিক সাহসী দৃশ্যেও। বড়পর্দায় তাকে শেষ দেখা গিয়েছিল সৃজিত মুখার্জি পরিচালিত ‘দ্বিতীয় পুরুষ’ ছবিতে।

রাইমা সেন Raima Sen

টলিউডের এই অভিনেত্রী যে শুধু অভিনয়ে দক্ষ তা নয়। ছবিতে নিজের বোল্ড অ্যান্ড সেক্সী লুক দিয়ে পুরুষদের ঘায়েল করতেও বেশ পারদর্শী রাইমা। সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় রাইমা সেন। আর সেখানে মাঝে মধ্যেই নিজের ছবি শেয়ার করেন। সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পপুলার রাইমা, রয়েছে ১২ লক্ষেরও বেশি অনুগামী।

রাইমা সেন Raima Sen

সম্প্রতি চরম বোল্ডনেস নিয়ে হাজির হয়েছেন অভিনেত্রী। নিজের একটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রাইমা সেন। ছবিতে শরীরের ওপরের অংশে কোনো কাপড়ই নেই অভিনেত্রীর। একেবারে কাপড় ছাড়া দেখা যাচ্ছে অভিনেত্রীর পিঠ। আর বক্ষদেশ তথা শরীরের সামনের টুকু ঢেকে রেখেছেন একটুকরো কাপড় দিয়ে। তীক্ষ্ণ আবেদনময়ী চোখের সাথে এমন বোল্ড ছবি তোলপাড় করেছে সোশ্যাল মিডিয়াতে।

Raima Sen রাইমা সেন

সোশ্যাল মিডিয়াতে আগুনের গতিতে ভাইরাল হয়ে পড়েছে ছবিটি। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ছবিতে লাইকের সংখ্যা ৫০ হাজার পেরিয়েছে। সাথে অসখ্য মন্তব্যে ভরে গিয়েছেন ছবির কমেন্ট বক্স।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥