বাড়ির কাজ সেরে সন্ধ্যাপ্রদীপ জেলে বাড়ির সকলে মিলে আসর জমান টিভির সামনে। বাঙালির ঘরে সন্ধ্যে মানেই সিরিয়ালের (Serial) সময়। আসলে সিরিয়ালের কিছু গল্পের সাথে নিজের জীবনের গল্পকেও দেখতে পান অনেকে। সাংসারিক কূট কাচালি থেকে শুরু করে জীবনে চলার পথের সংগ্রাম নানান বাধা বিপত্তিরর মাঝেও এগিয়ে চলার গল্প থাকে এই সিরিয়াল গুলির মধ্যে।
কিছু সিরিয়ালের গল্পের চাহিদা বাকি সব সিরিয়ালের থেকে বেশি হয়, যেটা হল সেই সিরিয়ালের সাফল্যের মাপকাঠি। এই মাপকাঠির পরিমাপ হল টিআরপি (TRP)। টিআরপি দিয়েই নিরিধারিত হয় সিরিয়ালগুলোর ভাগ্য। আজ প্রকাশিত হল গতসপ্তাহের টিআরপি তালিকা। আর বিগত বেশ কিছু সপ্তাহের মত এবারেও ছক্কা হাকিয়েছে মিঠাই!
শুরু থেকেই বাকি সিরিয়ালদের চরম চ্যালেঞ্জ জানিয়ে প্রথমদিকেই নিজের জায়গা করে নিয়েছিল মিঠাই। আর বিগত প্রায় একমাস ধরে মিঠাই একেবারে অপ্রতিরোধ্য। এবারেই তার ব্যতিক্রম হয়নি , এবারের টিআরপি তালিকায় একেবারে তাক লাগিয়ে দিয়েছে মিঠাই। মিঠাইয়ের প্রাপ্ত পয়েন্ট ১২.৫ যেটা বাকি সিরিয়ালদের তুলনায় অনেকটাই বেশি। এবার ঝটপট দেখে নেওয়া যাক বাকিদের কে কোথায় দাঁড়িয়ে রয়েছেঃ
- কৃষ্ণকলি- ১০.৬ দ্বিতীয়
- অপরাজিতা অপু- ১০.০ তৃতীয়
- যমুনা ঢাকি- ৯.০ চতুর্থ
- করুণময়ী রাণী রাসমণি- ৮.৭ পঞ্চম
- খড়কুটো- ৮.২ ষষ্ঠ
- মহাপীঠ তারাপীঠ- ৭.৪ সপ্তম
- শ্রীময়ী- ৭.২ অষ্টম
- দেশের মাটি- ৬.৮ নবম
- গঙ্গারাম- ৬.৫ দশম