• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৩৮ এ পা দিলেন দক্ষিণী সুপারস্টার এনটিআর, জানেন নাকি অভিনেতার এই অজানা কথাগুলি!

Published on:

Jr NTR

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার হলেন এনটিআর (NTR)। আজ অর্থাৎ ২০শে মে ৩৮ বছরে পা দিলেন অভিনেতা। জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছা বার্তার ঢোল নেমেছে। শুধু তাই নয় জন্মদিনে অভিনেতা দর্শকদের একটি দারুন উপহার দিয়েছেন। আজ অভিনেতার জন্মদিনে তার পরবর্তী ছবি RRR (Roudram Ranam Rudhiram) এর পোস্টার রিলিজ করা হয়েছে। পোস্টারে কিলার লুকসে দেখা যাচ্ছে এনটিআরকে।

আরআরআর ছবিতে ভীমের  ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে। সাথে থাকবেন বলিউডের দুই সেলেব্রিটি, আলিয়া ভাট ও অজয় দেবগণ। ছবির পোস্টের শেয়ার করেছেন পরিচালক এস এস রাজা মৌলি। পোস্টের শেয়ার করে তিনি লিখেছেন, ‘ আমার ভীমের হৃদয়টা সোনার। তবে যখন সে বিদ্রোহ করে তখন সে দৃঢ় আর সাহসী জলের ঢেউয়ের মত’। অভিনেতার জন্মদিনে আজ অভিনেতার সম্পর্কে কিছু অজানা তথ্য জানাবো আপনাদের। দেখে নিন এই তথ্যগুলো আপনারা আগে জানতেন কি না!

অভিনেতা অনেক ছোট বয়সেই অভিনয়ের জগতে প্রবেশ করেছিলেন। মাত্র ১০ বছর বয়সে ব্রম্ভঋষি বিশ্বামিত্র ছবিতে দেখা গিয়েছিল অভিনেতাকে। এরপ ১৯৯৬ সালে বালা রামায়ণ ছবিতেও দেখা গিয়েছিল অভিনেতাকে। ছবি সুপারহিট হয় ও ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল।

Jr NTR

অভিনয়ের পাশাপাশি নাচেও বেশ দক্ষ এনটিআর। কুচিপুডি নাচে বেশ পোক্ত অভিনেতা। যে কারণে ছবিতে অভিনেতার নাচের যথেষ্ট প্রশংসা হয় দর্শকমহলে।

Jr NTR

অভিনেতা নাচ অভিনয় ছাড়াও আরো একটি জিনিস বেশ ভালো পারেন। বা বলতে গেলে তার হবি। সেটি হল রান্নাবান্না। হ্যাঁ ঠিকই শুনেছেন, রান্না করতে পছন্দ করেন অভিনেতা। নিজের হাতে রান্না করে স্ত্রীকে খাওয়াতে দারুন পছন্দ করেন অভিনেতা।

Jr NTR

জুনিয়ার এনটিআর ৯ নম্বর সংখ্যাটিকে ব্যাপক ভালোবাসেন। অভিনেতা অনেক টাকা খৱচ করেছেন নিজের গাড়ির নাম্বার ৯৯৯৯ করার জন্য। অভিনেতার সমস্ত গাড়ির নাম্বারই নাকি একইরকম। এমনকি অভিনেতার টুইটার প্রোফাইল আইডি @tarak9999।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥