এত চেষ্টার পরেও হল না শেষ রক্ষা। করোনার সঙ্গে লড়ে দিন কয়েক আগেই সুস্থ হয়েছিলেন গায়ক অরিজিৎ সিং-য়ের (Arijit Singh)। বুধবার রাতে ১১ টা নাগাদ প্রয়াত হন অরিজিতের মা অদিতি সিং (Aditi Singh)।
চলতি মাসের শুরুতেই সাউথ কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন অরিজিৎ সিংয়ের মা অদিতি দেবী। চিকিৎসার জন্য তাঁকে জিয়াগঞ্জ থেকে প্রথমে বহরমপুর মাতৃসদনও পরে কলকাতায় নিয়ে যাওয়া হয়। প্রয়োজন হয়েছিল প্রয়োজন A – রক্তের। এই খবর পাওয়া মাত্রেই এগিয়ে এসেছিলেন
শ্রীলেখা মিত্র ও সৃজিত মুখোপাধ্যায়ের মত টলিউডের প্রথম সারির তারকারা। সকলের সহযোগীতায় সেবারের মতো সুস্থ হয়ে উঠেছিলেন তিনি।
দিন তিনেক আগেই করোনা মুক্ত হয়েছিলেন তিনি। এরপর ভেন্টিলেশন সাপোর্টেই ছিলেন তিনি। কিন্তু তবুও শেষমেশ মা’কে বাঁচাতে পারলেন না গায়ক। হাসপাতাল সূত্রে খবর, সেরিব্রাল স্ট্রোকে মৃত্যু হয়েছে তাঁর। জানা যাচ্ছে, আজ সকাল পাঁচটা নাগাদ পরিবারের সদস্যরা দেহ নিয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হন।
বিস্তারিত আসছে bong trend এর দেওয়ালে। …