আমাদের সমাজে বিয়ে (Marriage) মানে হল উৎসবের সমান। বেশ কিছুদিন ধরে নানান রীতিনীতি আর অনেক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয় বিয়ের। সাজানো প্যান্ডেল কতশত লোকের আগমন হয় বিয়ের অনুষ্ঠানে। তবে সম্প্রতি করোনাকালে বিয়ের অনুষ্ঠানে নানান নিষেধাজ্ঞা জারি হয়েছে। মহামারীর ছড়ানো রোধের জন্য ৫০ জনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। সেই নিয়ম মেনেই চলছে বিয়ের অনুষ্ঠান। যদিও কিছু কিছু জায়গায় এই নিয়ম উলঙ্ঘনের চিত্র দেখতে পাওয়ার খবর মিলেছে।
তবে সম্প্রতি এক আজব বিয়ের খবর পাওয়া যাচ্ছে। যেখানে মালাবদলের পরেই পালিয়ে গিয়েছে বর। হ্যাঁ ঠিকই শুনেছেন, মালাবদলের পর বিয়ের মণ্ডপ ছেড়ে কণে নয় বরই পালিয়েছে। আজব এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে।কানপুরের মহারাজপুর এলাকার এক বিয়ের ঘটনা এটি।
যেমনটা জানা যাচ্ছে আর পাঁচটা সাধারণ বিয়ের মতই ঠিক হয়েছিল বিয়ে। পাত্রপাত্রী দেখার পর দুই পরিবারের সম্মতিতেই সামাজিক ভাবে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। করোনাবিধি ও সমস্ত নিয়ম মেনেই চলছিল বিবাহপর্ব। কিন্তু হটাৎই বিয়ের মণ্ডপ ছেড়ে পালিয়ে যায় বর যা দেখে রীতিমত হতবাক হয়ে যান উপস্থিত সকলেই। বিয়েতে উপস্থিত লোক থেকে শুরু করে পাত্রী পক্ষ বা পাত্র পক্ষ কেউই এমন বিয়ে ছেড়ে চলে যাবার কারণ জানতে পারেননি।
এদিকে বর পালাতেই খোঁজ খোঁজ রব ওঠে চারিদিকে। সকলে মিলে অনেক খোঁজার পরেও শেষ পর্যন্ত খোঁজ মেলেনি বরের। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়ে বিয়ের কণে ও তাঁর পরিবার। শেষমেশ উপায় হয় যে বরযাত্রীদের মধ্যেই কেউ একজন বিয়ে করুক তাকে। আর এই প্রস্তাবে কণে পক্ষ রাজি হতেই বরযাত্রীদের মধ্যেই একজনের সাথে বিবাহ সম্পন্ন হয় ওই মহিলার। ইতিমধ্যেই পলাতক বরের বিরুদ্ধে নিখোঁজ হওয়ার মামলা দায়ের করা হয়েছে স্থানীয় পুলিশের কাছে।