বর্তমানে বাংলা সিরিয়ালের জগতে সবচাইতে জনপ্রিয় সিরিয়াল বলতে যে মিঠাই সেটা আর বলার অপেক্ষা রাখে না। সিরিয়ালের জনপ্রিয়তা যে সব থেকে বেশ সেটা টিআরপি তালিকা দেখলেই প্রমাণ মেলে। প্রতি সপ্তাহেই ছক্কা হাঁকাচ্ছে মিঠাই। সত্যি বলতে কি অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর (Soumitrisha Kundu) দুর্দান্ত অভিনয় যেন মন্ত্রমুগ্ধ করেছে বাঙালি দর্শকদের। সিরিয়ালে মিষ্টি বিক্রেতা মিঠাইয়ের বিয়ে হয়েছে মোদক পরিবারের উচ্ছেবাবু থুড়ি সিদ্ধার্থর সাথে।
দাদুর কথা মত মিঠাইকে বিয়ে করেছে সিদ্ধার্থ। তবে প্রথম থেকেই সম্পর্কটাকে মেনে নিতে রাজি নয় সে। এদিকে দর্শকদের মত মোদক পরিবারেও চলেছে মিঠাই ম্যাজিক বাড়ির সকরলের মন জিতে নিয়েছে মিঠাই। এমনকি ইদানিং সিদ্ধার্থর মনেও মিঠাইয়ের জন্য প্রেম বাড়ছে নিজের অজান্তেই। ডিভোর্স পেপারে সই করার পর যেন আরো বেশি করে মিঠাইয়ের বাঁধনে বাধা পরে চলেছে সিদ্ধার্থ। অন্যদিকে ডিভোর্স ফাইনাল হবার অপেক্ষায় রয়েছে সিদ্ধার্থর গার্লফ্রেন্ড তোর্সা।
সিরিয়ালের এই সমস্ত কাহিনী নিয়েই চলছে টান টান উত্তেজনার পর্ব। যার জেরে দর্শকরা চরম উৎকণ্ঠা নিয়ে টিভির সামনে হাজির সময়মত। অবশ্য শুধুই যে রিল লাইফ তাই নয় বাস্তবেও মিঠাই অর্থাৎ সৌমিতৃষ্ণার জনপ্রিয়তা কিন্তু দিনে দিনে বেড়েই চলেছে। ইতিমধ্যেই ৮৮ হাজারেরও বেশি ফলোয়ার হয়ে গিয়েছে অভিনেত্রীর। আর এই বিপুল ফলোয়ারদের উদ্দেশে মাঝে মধ্যেই নানান ছবি আর রিল ভিডিও শেয়ার করেন অভিনেত্রী।
সম্প্রতি একটি রিল ভিডিও শেয়ার করেছেন মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা। ভিডিওতে ডুয়েট নাচে দেখা যাচ্ছে মিঠাইকে। আর নাচে মিঠাইয়ের সঙ্গে রয়েছে সিরিয়ালে সিদ্ধার্থর গার্লফ্রেন্ড তোর্সা অভিনেত্রী তন্বী লাহা রায় (Tonni Laha Roy)। দুজনে মিলে বিখ্যাত হিন্দি গান ‘ চলে হি যানা হ্যায়’ গানে ডুয়েট নেচে নেছেছেন।
View this post on Instagram
গানের তালে নাচের এই ভিডিওটি ইনস্টাগ্রামে সাড়ে করলে মুহূর্তের মধ্যেই টা ভাইরাল হয় পড়েছে । ইতিমধ্যেই দশ হাজার পেরিয়ে গিয়েছে ভিডিওতে দর্শকের সংখ্যা । সাথে রয়েছে অসংখ্য কমেন্ট আর প্রতিক্রিয়া ।