• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এবার মহামারীকালে সাহায্যের হাত বাড়ালেন যীশু, নতুন সেফ হোম চালু করে জানালেন ঠিকানা

আজ গোটা দেশে ২ লক্ষ ৬৩ হাজার নতুন করোনা রোগীর সনাক্তকরণ হয়েছে। প্রতিদিন এভাবেই লক্ষাধিক মানুষের দেহে করোনা ভাইরাস মিলছে। অথচ তাদের চিকিৎসার জন্য না রয়েছে পর্যাপ্ত বেড না আছে অক্সিজেন ও ভেন্টিলেটরের ব্যবস্থা। এমতাবস্থায় একাধিক বলিউড থেকে শুরু করে টলিউডের সেলিব্রিটিরা নিজেদের সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কেউ বিনামূল্যে করোনা আক্রান্ত অসহায় পরিবারদের খাবার পৌঁছে দিচ্ছেন। তো আবার কেউ সেফ হোম মত বানিয়ে রোগীদের প্রাথমিক চিকিৎসা দেবার চেষ্টা করছেন।

এবার টলিউডের অভিনেতা যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta) এগিয়ে এলেন সাহায্যের হাত বাড়িয়ে। অসহায় মানুষের সাহায্যে এবার সেফ হোম চালু করলেন যীশু। মোট ২০টি বেড নিয়ে শুরু হচ্ছে এই সেফ হাউস পরিষেবা। অভিনেতা নিজের অফিসিয়াল ফেসবুক প্রোফাইল থেকে এই সেফ হাউস শুরু করার কথা জানিয়েছেন। আগামী কাল অর্থাৎ ১৯ তারিখ থেকেই শুরু হচ্ছে এই পরিষেবা। কোথায়? বাণীচক্র, ৩৩ সর্দার শঙ্কর রোড, লেক মার্কেটের পাশেই এই সেফ হাউসের ঠিকানা।

   

Jisshu Sengupta opens safe house for people in need,Tollywood,Jisshu Sengupta,Covid Safe House,যীশু সেনগুপ্ত,সেফ হাউস,করোনা,টলিউড

আসলে বাণীচক্র স্কুলটিকেই সেফ হোম হিসাবে গড়ে তুলেছেন অভিনেতা। শুধু তাই নয় সেফ হাউসের জন্য কিছু হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। যার মধ্যে ৯৮৩০৮৪৯৯৭৫, ৯০০৭৮৩০৬৮০ এই দুই নাম্বার ফোন করার জন্য ও ৭৩৮৪১১৭৮৯৫ নাম্বারটি হোয়াটস্যাপের জন্য। অভিনেতার এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন একঝাঁক তারকারা। তাদের মধ্যে উলেখযোগ্য হলেন গায়িকা লোপামুদ্রা মিত্র, ইমন চক্রবর্তী ও গায়ক রূপঙ্কর বাগচী, জয় সরকার।

যীশু সেনগুপ্ত Jisshu Sengupta Safe house

প্রসঙ্গত, এর আগেও বেশ কিছু বলি তারকারা ও রেড ভলিন্টিয়াররা মিলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। পরমব্রত চ্যাটার্জী, ঋদ্ধি সেন, ঋতব্রত মুখার্জীরা মিলে সেফ হোম মত বানিয়েছেন। যেখানে যারা বেডের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে প্রাথমিক চিকিৎসা টুকু দেওয়া যায়। এবার সেই পথেই অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন যীশু সেনগুপ্ত। নেটিজেনরা অভিনেতার এই মানবিক উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন।

site