বলিউড (Bollywood) তথা এশিয়ার (Asia) অন্যতম সুপুরুষদের তালিকায় উপরের দিকেই থাকে হৃতিক রোশনের (Hrithik Roshan) নাম। ডিভোর্সের পর থেকেই যথারীতি সোশ্যাল মঞ্চে হৃতিকের জন্য লাইন দিয়েছেন তরুণীরা। সুজান খানের (Sussane Khan) সঙ্গে বিচ্ছেদের প্রায় ৭ বছর অতিক্রান্ত। বর্তমানে হৃতিক ও সুজানের কেমিস্ট্রির শুধুই ‘বন্ধুত্ব’-এ আবদ্ধ। তাঁদের পুরোনো বন্ধুত্বও অটুট এখনও!
অধিকাংশ ক্ষেত্রে বিচ্ছেদের পর মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায় দু’জনের। যদিও হৃতিক ও সুজান যে একেবারেই ব্যতিক্রমী, তা বলাই বাহুল্য। বিচ্ছেদের পর যেন আরও বেড়েছে দু’জনের বন্ধন। সম্প্রতি তারই প্রমাণ মিলল হৃতিকের একটি কাজে! হৃতিকের কর্মে স্বভাবতই বেশ চমকে উঠেছেন সকলেই।
সম্প্রতি ধূসর রঙের পাঠান সুট (Pathan Suit) পরে সোশ্যাল মঞ্চে ছবি দিয়েছেন সুজান। আর সেই ছবিতেই মুগ্ধ বলিউডের হার্টথ্রব হৃতিক! অভিনেতার খোলাখুলি কমেন্ট, ‘সুপার লুক’। হৃতিকের পাশাপাশি ছবিতে কমেন্ট করেছেন সিনেমা জগতের অন্যান্য তারকারাও।
যদিও সকলের মাঝে নজর কেড়েছে হৃতিকের কমেন্ট। ছোট্ট বেলার নিছক বন্ধুত্ব ক্রমশ প্রেম পর্যন্ত গড়ালে ২০০৪ সালে সাতপাকে বাঁধা পড়েন হৃতিক-সুজান। যদিও মাত্র ১০ বছরের মাথায় বিবাহ বিচ্ছেদ ঘটে। সংবাদসূত্রে জানা যায়, প্রায় ৪০০ কোটি টাকা খোরপোশ নেন সুজান। এত ঝামেলা সত্ত্বেও অটুট থেকে যায় ছোটবেলার বন্ধুত্ব।
বলিসূত্রের মতে, গতবছর লকডাউনের সময় থেকেই দুই ছেলে ও হৃতিকের সঙ্গে অস্থায়ীভাবে থাকতে শুরু করেন সুজান। লকডাউনের সময় বাবার পাশাপাশি যাতে মায়ের সঙ্গও পায় সন্তানরা, তাই এই সিদ্ধান্ত নিয়েছিলেন সুজান, খবর এমনই। যদিও পুনরায় বিবাহের প্রশ্নে দু’জনেই মুখে কুলুপ এঁটেছেন বলে খবর সুজান-হৃতিক ঘনিষ্ঠদের।