টি-সিরিজের (T-series) দৌলতে কমবেশি সকলেরই জানা ভূষণ কুমারের (Bhushan Kumar) নাম। টি-সিরিজ মিউজিক অ্যান্ড ফিল্ম প্রোডাকশন কম্পানির (T-Series Music and Film Production Company) চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর ভূষণ কুমার, গুলশান কুমারের (Gulshan Kumar) পুত্র। ভূষণের কর্মজীবন সম্পর্কে সকলে অবহিত থাকলেও দিব্যা খোসলা কুমারের (Divya Khosla Kumar) তাঁর প্রেমকাহিনীর কথা জানেন না অনেকেই।
২০০৪ সালে ‘আব তুমহারে হাওয়ালে বতন সাথীয়ো’ (Ab Tumhare Hawale Watan Saathiyo) ছবির সেটে দিব্যার সঙ্গে আলাপ হয় ভূষণের। এই ছবির মাধ্যমেই বলিদুনিয়ায় অভিষেক হয় দিব্যার। ছবিতে দিব্যার বিপরীতে ছিলেন বলিউডের ‘খিলাড়ি’ (Khiladi) অক্ষয় কুমার (Akshay Kumar)। অন্যদিকে প্রথম দেখাতেই দিব্যার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন ভূষণ। কথা বাড়তে থাকে দু’জনের।
যদিও কথা বাড়তে বাড়তেই হঠাৎ বন্ধ হয়ে যায় যোগাযোগ। সম্প্রতি এক সাক্ষাৎকারে দিব্যা জানিয়েছেন, “আমি একটি পাঞ্জাবি (Punjab) রক্ষণশীল পরিবারের মেয়ে ছিলাম। স্বভাবতই কোনো ছেলের সঙ্গে অবাধ মেলামেশার সুযোগ কম ছিল আমার।” তাছাড়া ভূষণের সঙ্গে কথাবার্তা চলার সময় দিব্যার মনে হয়েছিল যে নিছক মজার জন্যই কথা বলছেন ভূষণ, এহেন ধারণার বশবর্তী হয়ে ভূষণের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন দিব্যা।
দিব্যা যোগাযোগ বন্ধ করতেই ব্যাকুল হয়ে পড়েন ভূষণ। পরামর্শের জন্য কাকাতুতো ভাই অজয় কাপুরের (Ajay Kapoor) সঙ্গে যোগাযোগ করেন ভূষণ। কৌশল অনুযায়ী সটান দিল্লিতে (Delhi) দিব্যার বাড়ি গিয়ে হাজির হন অজয়। এই ঘটনাতে দিব্যার মনের সকল সংশয় দূর হয়ে যায়। ভূষণ যে তাঁদের সম্পর্ককে নিয়ে বেশ সিরিয়াস, সে সম্পর্কে নিশ্চিত হয়ে যান এই তন্বী অভিনেত্রী।
নিজেদের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বোনের বিয়েতে দিব্যার সম্পূর্ণ পরিবারকে আমন্ত্রণ জানান ভূষণ। অবশেষে পরিণতি পায় তাঁদের প্রেম। ২০০৫-র ১৩ই ফেব্রুয়ারি বৈষ্ণদেবী মন্দিরে (Vaishno Devi Temple) চারহাত এক হয় দিব্যা-ভূষণের।
বিবাহের পরেই অভিনয় জীবনে ইতি টানেন দিব্যা। রাতারাতি প্রযোজক-পরিচালকের ভূমিকায় অবতীর্ণ হন দিব্যা। মূলত মূলধারার ছবিতেই অধিক মনঃসংযোগ করতে দেখা যায় দিব্যাকে। ২০১৪ সালে দিব্যার ছবি ‘ইয়ারিয়া’ (Yaariyan) মুক্তি পায়।
ছবির পাশাপাশি মিউজিক ভিডিয়োও (Music Video) বানাতে শুরু করেন দিব্যা। সম্প্রতি পুনরায় অভিনয় জীবনে ফিরতে চলেছেন দিব্যা। ‘সত্যমেভ জয়তে ২’ (Satyamev Jayate 2) ছবিতে জন আব্রাহামের (John Abraham) বিপরীতে দেখা যাবে ভূষণের স্ত্রীকে।