গত বছরের ১৪ই জুন মুম্বইয়ের (Mumbai) বান্দ্রার (Bandra) ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বলিউডের (Bollywood) অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) নিথর দেহ। তারপর বছর ঘুরতে চলল। এখনও অধরা মৃত্যুরহস্য। এরই মাঝে নতুন করে সুশান্তের ‘ফিরে আসা’-র ঘটনায় চমকে উঠেছে গোটা বলিউড!
সম্প্রতি সোশ্যাল মঞ্চে (Social Media) ভাইরাল (Viral) হয়েছে শচীন তিওয়ারি (Sachin Tiwari) নামক এক ব্যক্তির ছবি, যাঁকে হুবহু দেখতে সুশান্তের মত! স্বাভাবিকভাবেই ভাইরাল হয়ে গেছে শচীনের ছবি। ইতিপূর্বে খেলোয়াড় থেকে নামী তারকা, প্রত্যেকের জমজদের খুঁজে পাওয়া গেছে বারংবার। সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করেছে তাঁদের ছবি। একইভাবে শচীনের ছবিও ভাইরাল সামাজিক মাধ্যমে।
সুশান্তের মৃত্যুর পরপর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয় শচীনের। ছবিতে তাঁকে ‘পবিত্র রিস্তা’ (Pavitra Rishta) ধারাবাহিকে মানবের (Manav) ভূমিকায় থাকা সুশান্তের মতোই অবিকল দেখতে লাগছিল। এরপরেই সুশান্তের আত্মজীবনীতে (Biopic) শচীনকে কাজ করার পক্ষে সওয়াল করেন নেটিজেনরা (Netizen)।
উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রায়বরেলিতে (Raebareli) বাস শচীনের। সুশান্তের ডায়লগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো বানান শচীন, যা ভাইরাল হয়ে যায় পরমুহূর্তেই। শচীনের মধ্য দিয়ে যে তাঁদের প্রিয় অভিনেতাকে খুঁজে পান অনেকে, সে কথা কমেন্টবক্সে শেয়ার করেন বহু নেটিজেন।
সুশান্তের মৃত্যুর পর প্রচুর জলঘোলা হয় বলিচত্বরে। সুশান্তের প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তীকে (Riya Chakraborty) এ ঘটনায় গ্রেপ্তার করে এনসিবি (NCB)। স্বজনপ্রীতি থেকে মাদকচক্র, বলিগলির নানা অজানা ঘটনা খুঁড়ে বের করে সুশান্তের মৃত্যু। যদিও এখনও পর্যন্ত এহেন হাইপ্রোফাইল মৃত্যুরহস্যের কিনারা করতে অপারগ সিবিআই (CBI)।