নামে চিনবেন না কিন্তু মুখে তাকে চেনেন না এমন নেটিজেন বোধহয় মেলা ভার৷ কানাডার যুবক বোরজা ইয়াঙ্কি (borja yanke) তার অদ্ভুত হাসি আর বাংলা উচ্চারণের জন্য তুমুল জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়।
ঠাঁটাপোড়া রোদে কৃষ্ণকায় এই যুবক ঝকঝকে সাদা দাঁতের হাসি নিয়ে বিভিন্ন বাংলা লাইন অদ্ভুত ভঙ্গিতে উচ্চারণ করেন, আর তা দেখতেই মুখিয়ে থাকে নেট নাগরিকরা। বোরজার বাংলা উচ্চারণ শুনে হেসে লুটোপুটি খাওয়ার জোগাড় নেটবাসীর৷
কখনো সে ‘ফুচকা’ শব্দটাকে বেশ মজার ভঙ্গিতে বলছে তো কখনো সে গেয়ে বলছে জনপ্রিয় চলতি গান, “বন্ধু তুমি একা হলে আমায় দিয়ো ডাক”। সম্প্রতি তার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাকে বলতে শোনা গিয়েছে ” মদ খাবি, মানুষ হবি”। কানাডার যুবক বোরজা ইয়াঙ্কির প্রায় সমস্ত ভিডিওই এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউয়ের কবলে পড়ে ফের একবার লকডাউনের রাস্তায় হেঁটেছে রাজ্য। গৃহবন্দী সাধারণ মানুষ। আর এর জেরেই সোশ্যাল মিডিয়ার উপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়ছে তারা। ভাইরাল ভিডিও দেখেই সময় কাটছে তাদের।